National

হোলি হ্যায়…! রঙে ডুবেছে গোটা দেশ

বৃহস্পতিবার ছিল বাংলায় দোল। রঙের উৎসব। কিন্তু ওদিন দেশের বাকি অংশ কাটিয়েছে আম কর্মব্যস্ত দিনের মতই। নিয়ম মেনে দেশ জুড়ে হোলি শুক্রবার। সেইমত এদিন সকাল থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে রঙ খেলা। রঙের আনন্দে মাতোয়ারা গোটা দেশ। গ্রামাঞ্চলগুলিতে হোলি পালিত হচ্ছে চিরাচরিত ঢংয়ে। সকাল থেকেই রঙয়ে রঙয়ে রাঙিয়ে যাচ্ছে খেতের ফসল থেকে মাঠঘাট। মানুষ থেকে প্রকৃতি। সঙ্গে চলছে হোলির গান। ঢোল বাজিয়ে নিজেদের মত করে সকলে মেতে উঠেছেন হোলির আনন্দে।

আবার মুম্বই, দিল্লি, আমেদাবাদ, বেনারস, লখনউয়ের মত দেশ জুড়ে ছড়িয়ে থাকা ছোট বড় শহরেও এদিন হোলির খুশিতে মশগুল মানুষ। অনেক জায়গায় এদিন আবার স্টেজ করে ডিজে এনে হৈহৈ করে পালিত হয় হোলি। অনেক জায়গায় ব্যবস্থা হয় রেন ডান্সের। ফোয়ার মত ওপর থেকে পড়তে থাকে রঙিন জল। আর তার নিচে নিজের মত করে আনন্দে ডিজের তালে তালে নাচতে থাকেন সব বয়সের মানুষ। একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান। রঙয়ে রঙয়ে রাঙিয়ে দেন।


হোলি পার্টিরও আয়োজন হয় অনেক জায়গায়। রঙয়ের সঙ্গে সঙ্গে চলে খাওয়া দাওয়া। ঠান্ডাই তো বটেই, সঙ্গে থাকে জিলিপি, কেশর লাড্ডু, রাবড়ির মত নানা মন ভাল করা মিষ্টি। সব মিলিয়ে হোলির দিন সকাল থেকেই গোটা দেশ মাতোয়ারা হোলির উৎসবে। সব জায়গায় সকাল থেকে একটাই আওয়াজ গুঞ্জরিত হয়ে আকাশ বাতাস রঙিন করে তুলছে। হোলি হ্যায়…!

Show More

News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি সংস্থার প্রধান সম্পাদক কামাখ্যাপ্রসাদ লাহার দ্বারা নিখুঁত ভাবে যাচাই করবার পরই প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button