শোলের একটা নাচে আপত্তি ছিল তাঁর মায়ের, হেমা মালিনী জানালেন শোলের অজানা কথা
তাঁর মা শোলে সিনেমার একটি গানে তিনি নাচেন চাননি। খুবই চিন্তায় ছিলেন তিনি। ঠিক কি হয়েছিল জানালেন হেমা মালিনী।
শোলে সিনেমার ৫০ বছর উপলক্ষে একের পর এক অনুষ্ঠান চলছে। তেমনই একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে হেমা মালিনী জানালেন শোলের শ্যুটিংয়ের সময়ের একটি অজানা কথা।
বলিউডের তারকা অভিনেত্রী তথা সাংসদ হেমা মালিনী জানান, জব তক হ্যায় জান গানে নাচায় আপত্তি ছিল তাঁর মায়ের। তিনি একেবারেই চাননি হেমা ওই গানের সঙ্গে গরম পাথরের ওপর নাচুন।
হেমা জানান, সে সময়টা মে মাস ছিল। ফলে আগুনে গরম। তার ওপর শুকনো জায়গা। প্রবল গরমে পাথর তেতে গিয়েছিল। তার ওপর খালি পায়ে নাচতে হবে শোলের বাসন্তীকে।
হেমাকে ওই গানে ওই গরমে নাচতে মানা করেন তাঁর মা। তারপর যখন বোঝেন উপায় নেই, তখন হেমা মালিনীর পায়ের তলায় একটি পাতলা জুতো পরিয়ে দেন। সেটা পরে নাচতে বলেন তিনি।
শ্যুটিং শুরু হলে কিন্তু প্রথমেই হেমাকে থামিয়ে দেন পরিচালক রমেশ সিপ্পি। হেমার পায়ে জুতো তিনি দেখে ফেলেছিলেন। রমেশ স্পষ্ট জানান, ওই জুতো পরে নাচা যাবেনা। খালি পায়েই নাচতে হবে। না হলে ক্যামেরায় তা ঠিকই ধরা পড়বে।
এমনকি ওই গানের দৃশ্যের শ্যুটিং পিছিয়ে দিয়ে নভেম্বর, ডিসেম্বরে করতে বলেন হেমা। যদিও তা গ্রাহ্য হয়নি। ফলে মে মাসের গরমেই খালি পায়ে ওই তেতে পুড়ে থাকা পাথরের ওপর নাচতে হয় তাঁকে।
খুবই কষ্ট হত। পায়ের তলা ঠান্ডা করতে ঠান্ডা জল ঢালতেন হেমা। ঠান্ডা জলে তোয়ালে চুবিয়ে সেটা মুড়িয়ে রাখতেন পায়ে। এভাবে ওই অসহ্য গরমে গরম পাথরের ওপর খালি পায়ে নাচের দৃশ্য শেষ করেছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













