World

স্বাস্থ্য পরিষেবায় নেপাল, বাংলাদেশের পিছনে ভারত!

ভারতের স্বাস্থ্য পরিষেবার দৈন্যদশা প্রকাশ্যে এনে দিল বিশ্বখ্যাত ব্রিটিশ মেডিক্যাল জার্নাল ল্যানসেট। সম্প্রতি ল্যানসেট যে রিপোর্ট সামনে এনেছে তাতে ১৯৫টি দেশের মধ্যে ভারতের স্থান হয়েছে ১৫৪ নম্বরে। ভারতের আগে রয়েছে নেপাল, ভুটান ও বাংলাদেশের নাম! ১৯৯০ থেকে ২০১৫ সাল পর্যন্ত রিপোর্টের পর্যালোচনার ভিত্তিতে পয়েন্ট দেওয়া হয়েছে। আর সেই পয়েন্ট তালিকা মেনে তৈরি হয়েছে স্থান। সেখানে দেখা গেছে ১৯৯০ সালে স্বাস্থ্য পরিষেবায় ভারতের পয়েন্ট ছিল ৩০। ২০১৫-তে যা বেড়ে হয়েছে ৪৪। আপাত দৃষ্টিতে এটা উন্নতি মনে হলেও ২৫ বছরে যে উন্নতি চিকিৎসা পরিষেবায় হওয়া কাম্য ছিল তার ধারে কাছেও পৌঁছতে পারেনি ভারত। দেখা যাচ্ছে নেপাল, ভুটান বা বাংলাদেশও ভারতের আগে রয়েছে। যদিও পাকিস্তানকে এখানে পিছনে ফেলেছে ভারত। হৃদরোগ, কিডনির সমস্যা, টিউবারকিউলোসিস বা টিবি এবং ডায়াবেটিস বা মধুমেহ রোগের চিকিৎসায় সবচেয়ে খারাপ ফল করেছে ভারত। যেখানে ভারত অর্থনৈতিক উন্নয়নের ধ্বজা উড়িয়ে বিশ্বে বেশ একটা গুরুত্বপূর্ণ জায়গা দখলে লড়ছে, সেখানে দেশের স্বাস্থ্য পরিষেবার এই বেহাল দশা অবশ্যই এক সতর্কবার্তা বহন করছে।

 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *