Health

কম বয়সী মেয়েদের মধ্যে হুহু করে বাড়ছে এই মারণ রোগ

Published by
News Desk

কম বয়সী পুরুষদের তুলনায় কম বয়সী মহিলাদের ক্ষেত্রে এই মারণ রোগের প্রবণতা হুহু করে বাড়ছে। গবেষকেরা একথা জানাচ্ছেন। ৫টি মহাদেশের ৪০টি দেশের থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে গবেষকরা জানাচ্ছেন তরুণী থেকে যুবতীরাই এই রোগে বেশি কাবু হচ্ছেন। তুলনায় এই প্রবণতা অনেকটা কম কম বয়সী পুরুষদের মধ্যে।

গবেষকেরা জানাচ্ছেন, কম বয়সী মহিলাদের মধ্যে গত কয়েক বছরে হুহু করে বেড়েছে ফুসফুসের ক্যানসার। আর তা বেড়েই চলেছে। পুরুষরা কিন্তু এর থেকে অনেকটা দূরে রয়েছেন। আর এই সমস্যা কোনও বিশেষ স্থানের বা পরিবেশের ওপর নির্ভর করছে না। এমনকি কোন আর্থিক অবস্থায় তরুণী বা যুবতীরা রয়েছেন তার ওপরও এই রোগ নির্ভর করছে না।

পড়ুন : প্রত্যেকদিন এই জিনিসটি খেলে কমে ক্যানসারের ঝুঁকি

এতদিন দেখা যেত পুরুষদের মধ্যে ফুসফুসের ক্যানসার হওয়ার প্রবণতা মেয়েদের চেয়ে বেশি। কারণ অনেক পুরুষই দ্রুত সিগারেট খাওয়া শুরু করে দিতেন। আর তা এই রোগের সম্ভাবনা বাড়িয়ে দিত। কিন্তু এখন দেখা যাচ্ছে তরুণী ও যুবতীদের মধ্যে এই রোগ বাড়ছে। কিন্তু কেন? এই প্রশ্নেই উত্তর খুঁজছেন গবেষকেরা। কেন কম বয়সী মহিলাদের মধ্যে এই রোগের প্রবণতা বেশি তা তাঁদের কাছে এখনও পরিস্কার নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Healthcare

Recent Posts