Health

জুন শেষের মধ্যে টিকায় কতটা সুরাহা, স্পষ্ট করল কেন্দ্র

টিকা নিয়ে হাহাকার চলছে দেশে। অনেক জায়গায় প্রথম ডোজই নেই। এই অবস্থায় কতটা সুরাহা মিলবে জুন শেষের মধ্যে, সেকথাই এদিন স্পষ্ট করল স্বাস্থ্যমন্ত্রক।

টিকা এখন চাইলেই মিলবে এমন পরিস্থিতি নয়। বহু মানুষ এখনও টিকা পাননি। অনেকে লাইন দিয়েও হতাশ হয়ে বাড়ি ফিরছেন। কার্যত টিকা নিয়ে এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশ জুড়ে।

মানুষকে চরম হয়রানির শিকার হতে হচ্ছে টিকা নিতে গিয়ে। টিকা নিতে মানুষকে সচেতন করার পাশাপাশি তাঁদের নিতে উৎসাহ দিয়েছে কেন্দ্র।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

কিন্তু এখন অনেক রাজ্যেরই অভিযোগ কেন্দ্র তাদের টিকাই পাঠাতে পারছেনা। যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। টিকা নিতে চেয়েও তাঁরা টিকা পাচ্ছেন না।

এই পরিস্থিতি কবে কাটবে? কবে থেকে টিকার যোগান যথেষ্ট হবে? এ প্রশ্ন সকলের। স্বাস্থ্য মন্ত্রক এ বিষয়ে কিছুটা আলোকপাত করার চেষ্টা করেছে।

স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, আগামী জুন মাসের শেষের মধ্যে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৪ কোটি ৮৭ লক্ষ ৫৫ হাজার টিকা সরবরাহ করা সম্ভব হবে। টিকা উৎপাদনকারী সংস্থাগুলির সঙ্গে কথা বলে তারা একথা জানিয়েছে।

যেহেতু এত টিকা সরবরাহ করা হতে চলেছে, তাই তার আগে প্রতিটি রাজ্যকেই স্বাস্থ্যমন্ত্রক জেলাভিত্তিক টিকা প্রদান কেন্দ্রের তালিকা প্রস্তুত করতে বলেছে। যা কোউইনে তাদের আপলোড করে দিতেও বলা হয়েছে।

যদিও জুনের মধ্যে কেন্দ্র যত টিকা সারা দেশে পাঠানো হবে বলে জানিয়েছে তাতে সামান্য হলেও বহু মানুষ তখনও টিকাহীন অবস্থাতেই থেকে যাবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More