Health

টাক পড়ছে এমন পুরুষদের সঙ্গে যুক্ত করোনা, বলছে গবেষণা

চাঞ্চল্যকর বলা যেতেই পারে। মাথার চুল পড়ার সমস্যা অনেকের থাকে। কিন্তু তার সঙ্গে করোনার কি সম্পর্ক? সম্পর্ক রয়েছে। এমনই বলছে গবেষণা।

চুল পড়ার সমস্যা শুরু হলে মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই চিন্তিত হন। তবে তা ওই চুল পড়া আর টাক পড়ার মধ্যেই সীমিত থাকে। চেষ্টা চলে চুল পড়া বন্ধ করার।

কিন্তু তার সঙ্গে করোনার কি সম্পর্ক? গবেষণা কিন্তু বলছে সম্পর্ক রয়েছে। আর তা যথেষ্ট গভীর ও চিন্তার। কারণ পুরুষদের টাক পড়ার সঙ্গে করোনা সংক্রমণের সম্পর্ক রয়েছে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

একটি মার্কিন বায়োটেকনোলজি সংস্থার করা গবেষণায় দেখা গেছে যেসব পুরুষের মাথার চুল পড়ে যাচ্ছে, ক্রমশ যাঁদের মাথায় টাক পড়ছে, তাঁদের করোনা হওয়ার সম্ভাবনা যেমন বেশি, তেমনই বেশি করোনা তাঁদের ওপর জেঁকে বসার।

কারণ চুল পড়ছে এমন ব্যক্তিদের করোনা হলে তার এতটাই মারাত্মক আকার নিচ্ছে যে তাঁদের আইসিইউ পর্যন্ত নিয়ে যেতে হচ্ছে। এমনকি মৃত্যুও হচ্ছে। অন্তত এমনই দাবি করছে ওই গবেষণা।

অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া নামে একটি বৈজ্ঞানিক কারণ লুকিয়ে আছে চুল পড়ার সঙ্গে। এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়ার সঙ্গে দেহের কিছু হরমোনের সংযোগ রয়েছে। যা দেহটি কতটা স্পর্শকাতর তা বোঝায়।

এক্ষেত্রে দেখা গেছে মার্কিন মুলুকে করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া পুরুষদের ৭৯ শতাংশেরই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়ার সমস্যা রয়েছে। এমনই জানাচ্ছে ওই গবেষণা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More