Health

তৃতীয় ঢেউ আসবেই, আগাম সতর্ক করলেন কেন্দ্রীয় পরামর্শদাতা

করোনার দ্বিতীয় ঢেউতে কার্যত বেসামাল ভারত। তার মধ্যেই এবার তৃতীয় ঢেউ নিয়ে আগাম সতর্ক করলেন কেন্দ্রীয় বৈজ্ঞানিক পরামর্শদাতা কে বিজয়রাঘবন।

করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে এখন কার্যত বেসামাল গোটা দেশ। সংক্রমণ বাড়ছে। বাড়ছে মৃত্যু। এই ধাক্কা সামলানোও সহজ নয়।

দ্বিতীয় ঢেউতে নাজেহাল দেশবাসীকে এবার তৃতীয় ঢেউয়ের আগাম সতর্কবার্তা দিলেন কেন্দ্রীয় বৈজ্ঞানিক পরামর্শদাতা কে বিজয়রাঘবন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

বিজয়রাঘবন বলেন, যে পরিমাণ ভাইরাস ভারতে ঘুরছে তাতে তৃতীয় ঢেউ আসা অবশ্যম্ভাবী। তবে ঠিক কবে সেই তৃতীয় ঢেউ আসবে তা পরিস্কার করতে পারেননি তিনি। তবে তৃতীয় ঢেউয়ের জন্য তৈরি থাকতে বলেন বিজয়রাঘবন।

তিনি এটাও বলেন যে যে টিকা দেওয়া হচ্ছে তা ভাইরাসের ধরণকে দমিয়ে দিতে সমর্থ। এর আগেই অবশ্য কেন্দ্রের তরফে তৃতীয় ঢেউয়ের কথা জানানো হয়েছে। সেই ধাক্কার জন্য মহারাষ্ট্র ইতিমধ্যেই নিজেদের প্রস্তুত করাও শুরু করেছে।

এমনও বলা হচ্ছে যে তৃতীয় ঢেউ শিশুদের জন্যও খারাপ হতে পারে। অনেক শিশুর আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। তাই আগে থেকেই তা রোখার বন্দোবস্ত তৈরি রাখতে হবে।

এদিন ফের একবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা, প্রয়োজন ছাড়া বাড়িতেই থাকার ওপর জোর দেওয়া হয়েছে। অযথা জমায়েত না করার পরামর্শও দেওয়া হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More