Health

করোনা রুখতে ওষুধ, জরুরি ব্যবহারে ছাড়পত্র পেল ভারতের সংস্থা

করোনার প্রতিষেধক টিকা নিয়ে সারা বিশ্ব ব্যস্ত। এরমধ্যেই ভারতের একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার তৈরি করোনা প্রতিষেধক ওষুধ জরুরি ব্যবহারে ছাড়পত্র পেয়ে গেল।

জরুরি ব্যবহারে ছাড়পত্র মিলেছে। হাসপাতালে চিকিৎসক প্রেসক্রিপশন লিখে দিলে এই ওষুধ দেওয়া যাবে রোগীকে। ডিসিজিআই থেকে শুক্রবারই মিলেছে ছাড়পত্র। এমনই জানাল আমেদাবাদের ওষুধ প্রস্তুতকারক সংস্থা জাইডাস ক্যাডিলা।

খুব খারাপ অবস্থায় থাকা রোগীদের ক্ষেত্রে অবশ্য এই ওষুধ নয়। খারাপের দিকে থাকা রোগীদের এই ওষুধ দেওয়া যাবে। ট্রায়ালে এই ওষুধ যথেষ্ট কার্যকরী হয়েছে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে।

জাইডাস ক্যাডিলার এই ওষুধের নাম ভিরাফিন। এটি একটি এক ডোজের ওষুধ। একটি ডোজেই যা কাজ হওয়ার হবে।

সংস্থার দাবি, দেশের ২০-২৫টি সেন্টারে এই ওষুধের পরীক্ষা হয়। সেখানে দেখা গেছে করোনা রোগীকে এই ওষুধ দেওয়ার পর ৭ দিনের মাথায় তাঁর আরটি-পিসিআর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। অর্থাৎ তাঁর দেহে আর করোনা নেই বলেই ফলে প্রমাণিত হয়েছে।


সংস্থার দাবি, এই ওষুধ দেওয়ার পর বাইরে থেকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন কমেছে। অর্থাৎ ভিরাফিন শ্বাসের সমস্যা মেটাচ্ছে। এমনকি শুধু করোনা বলেই নয়, অন্য ভাইরাল অসুখেও এই ওষুধ কার্যকরী ভূমিকা নিচ্ছে বলেই সংস্থার তরফে দাবি করা হয়েছে।

যদি সব ঠিকঠাক হয় তাহলে ভারতের তৈরি এই ওষুধ কিন্তু শুধু ভারত নয়, বিশ্বজুড়েই করোনা চিকিৎসায় এক যুগান্ত আনতে পারে বলে মনে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button