Health

ঘরকে দূষণমুক্ত করুন পরিচিত গাছটি লাগিয়ে

এই গাছ এতদিন বাড়িকে সাজানোর জন্যই ব্যবহার করতেন মানুষজন। এবার গাছটিকে ঘরের দূষণ শুষে নেওয়ার ক্ষমতা দিয়েছেন বিজ্ঞানীরা।

Published by
News Desk

ঘর সাজানোর জন্য ঘরে বিভিন্ন গাছ রাখা নতুন নয়। কিন্তু সেই গাছ যদি ঘরকে দূষণমুক্ত রাখে? তাহলে নিশ্চয়ই কারও আপত্তি থাকতে পারেনা। যেখানে ক্রমশ বায়ুদূষণ শহরগুলিকে দূষিত করে তুলছে। যার জেরে ঘরও দূষণের আওতায় এসে পড়ছে।

এতদিন পোথোস আইভি নামে এই লতানে গাছ বাড়িতে সাজানোর জন্যই ব্যবহার করতেন মানুষজন। এবার এই গাছের জেনেটিক কিছু পরিবর্তন ঘটিয়ে গাছটিকে ঘরের দূষণ শুষে নেওয়ার ক্ষমতা দিয়েছেন বিজ্ঞানীরা।

এই নতুনত্বের পর পোথোস আইভি এখন ঘরের বাতাসে থাকা ক্লোরোফর্ম ও বেঞ্জিনও শুষে নিতে পারছে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর গবেষক এই গবেষণা চালিয়েছেন। তিনি পোথোস আইভি-কে জেনেটিক্যালি মডিফায়েড করে তুলেছেন। যা ঘরের দূষণ শুষে নিতে সক্ষম।

ঘরের দূষণ শুষে নেওয়ার জন্য এয়ার পিউরিফায়ারের এখন বেজায় কদর। বিশেষত দিল্লি বা এমন শহরগুলি যেখানে বায়ু দূষণের মাত্রা আমজনতাকে ভাল করে নিঃশ্বাস পর্যন্ত নিতে দিচ্ছে না। সেখানে এই গাছ ঘরের কোণায় রেখে নিশ্চিন্ত হওয়ার দিন এসে গেল বলেই মনে করছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk