বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরি মৌনা লোয়ার লাভা উদ্গীরণ, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @USGSVolcanoes
প্রায় ৪০ বছর মানুষ তাকে ঘুমিয়ে থাকতেই দেখেছেন। আশা ছিল হয়তো অনন্ত ঘুমের দেশে পাড়ি দিয়েছে সর্বগ্রাসী দৈত্যটা। কিন্তু সব ধারনা নস্যাৎ করে ফের সে জেগে উঠল।
দৈত্য জেগে ওঠা মানেই মানুষের পালানোর পালা। কারণ এ দৈত্য কাউকে ছাড়ে না। বিশাল হাঁ মুখ দিয়ে আগুন বার হতে থাকে তার। গড়িয়ে পড়ে জ্বলন্ত লাভারস।
যার ছোঁয়ায় ছারখার হয়ে যায় জমি, ফসল, বাড়িঘর, জঙ্গল। কিছুই তার হাত থেকে রেহাই পায়না। মৌনা লোয়া নামে সে দৈত্য ৪০ বছর পর অবশেষে জেগে উঠল।
প্রশান্ত মহাসাগরের ওপর হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা লোয়া আগ্নেয়গিরিই হল বিশ্বের সবচেয়ে বড় আগ্নেয়গিরি। যা জেগে উঠলে বিস্তর এলাকার রক্ষা নেই। গত রবিবার থেকে সে জেগে উঠেছে।
শেষবার তাকে লাভা উগরে দিতে দেখা গিয়েছিল ১৯৮৪ সালে। সেই শেষ। তারপর থেকে ঘুমিয়েই ছিল এই অতিকায় দৈত্য। ইতিমধ্যেই প্রশাসনের তরফে সতর্ক করা শুরু হয়ে গেছে। প্রথমে যে সতর্কতা পরামর্শের পর্যায়ে ছিল তা এখন হুঁশিয়ারির জায়গায় পৌঁছে গেছে। মানুষকে এলাকা ছেড়ে সরে যেতে বলছে প্রশাসন।
এখনও লাভা যা উদ্গীরণ হয়েছে তা মৌনা লোয়ার জ্বালামুখের আশপাশেই সীমাবদ্ধ রয়েছে। কিন্তু বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, যে কোনও মুহুর্তে এই লাভার স্রোত নিচের দিকে গড়িয়ে পড়ে জনবসতির দিকে তেড়ে আসতে পারে। আর তা খুব দ্রুত হতে পারে।
তাই সকলকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনও সবদিক থেকে তৈরি। প্রসঙ্গত ১৮৪৩ সাল থেকে এখনও পর্যন্ত মৌনা লোয়া ৩৩ বার জেগে উঠেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…