Sports

বাবা হলেন হার্দিক পাণ্ডিয়া, কোলে নিলেন সন্তানকে

পিতৃত্বের খুশি চেপে রাখলেন না হার্দিক পাণ্ডিয়া। সন্তানকে কোলে নিয়ে চিরদিনের ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।

Published by
News Desk

মুম্বই : সেই প্রেমপর্ব থেকেই ভারতের অন্যতম অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ও সার্বিয়ান অভিনেত্রী নাতাশা স্টানকোভিচের খবর বারবার সংবাদমাধ্যমে জায়গা করে নিয়েছে। নিজেদের চুটিয়ে প্রেম চেপে রাখেননি ২ জনেই। শেয়ার করতেন সোশ্যাল মিডিয়ায়। ফলে তাঁদের অনেক একান্ত অবসরযাপনের ছবি দেখতে পেতেন নেটিজেনরা। আসত প্রশংসা, শুভ কামনা। এবছরের শুরুতেই হার্দিকের সঙ্গে নাতাশার বাগদানও হয়ে যায়। নাতাশা যে সন্তানসম্ভবা তা আগেই তিনি জানিয়েছিলেন। তাঁর বেবি বাম্পের ছবিও শেয়ার করেন তিনি। হার্দিক ও নাতাশা ২ জনেই বেজায় খুশি ছিলেন।

গত বৃহস্পতিবার নাতাশা জন্ম দেন সন্তানের। পুত্র সন্তানের জন্ম দেন তিনি। সেকথা সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন হার্দিক পাণ্ডিয়া। গর্বিত পিতা এরপর তাঁর সন্তানকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা গেছে হার্দিক হাসিমুখে সন্তানকে কোলে নিয়ে তার দিকে চেয়ে আছেন। এই ছবি পোস্ট হতেই শুভেচ্ছার বন্যা বয়। ভদোদরার একটি হাসপাতালে নাতাশা ও হার্দিকের প্রথম সন্তানের জন্ম হল এই করোনা পরিস্থিতির মধ্যেই।

পাণ্ডিয়া পরিবারে যে নতুন সদস্য আসতে চলেছে তা গত মে মাসেই প্রথম সকলকে জানান হার্দিক ও নাতাশা। জানান তাঁদের পরিবারে নতুন সদস্যের আগমন হতে চলেছে। গত পয়লা জানুয়ারি নাতাশা স্টানকোভিচের সঙ্গে বাগদানের পর হার্দিক পাণ্ডিয়া একটি পোস্ট করেন, ‘ম্যায় তেরা, তু মেরি জানে, সারা হিন্দুস্তান’। জনপ্রিয় সেই গানের হাত ধরে শুরু এক পথচলার একটি বড় অধ্যায় সমাপ্ত করলেন ২ জনে। এবার এক অন্য জীবন।

প্রসঙ্গত নাতাশা স্টানকোভিচ বলিউডে পা রাখেন ২০১৩ সালে। ‘সত্যাগ্রহ’ সিনেমায় একটি ডান্স নাম্বারে অভিনয় দিয়ে। এরপর ‘অ্যাকশন জ্যাকসন’, ‘ফুকরে রিটার্নস’ সিনেমাতেও তাঁর উজ্জ্বল উপস্থিতি অনেকের নজর কাড়ে। ‘বিগ বস-৮’-এর ঘরেও নাতাশা অংশ নেন। চলতি বছরের শুরুতেই নাতাশার সঙ্গে তাঁর বাগদানের কথা সোশ্যাল মিডিয়ায় জানান হার্দিক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk