Sports

শ্বশুর-শাশুড়ির সঙ্গে নৈশভোজে গেলেন হার্দিক

Published by
News Desk

তিনি যে এনগেজড তা কদিন আগে নিজেই সোশ্যাল সাইটে জানিয়েছেন ভারতীয় দলের অন্যতম অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। জানিয়েছেন তিনি বলিউডের অভিনেত্রী নাতাশা স্টানকোভিচের সঙ্গে প্রেম করছেন। ২ জনের কিছু ঘনিষ্ঠ মুহুর্তের ছবিও সোশ্যাল সাইটে আলোড়ন ফেলে। তারপরই রাষ্ট্র হয়ে যায় হার্দিক প্রেমে পড়েছেন। বিয়ে করছেন। এমনকি হার্দিককে অভিনন্দন জানান তাঁর পুরনো প্রেমিকাও। তাঁর সতীর্থরাও তাঁর ঘোষণার প্রাথমিক অবাক হওয়া কাটিয়ে শুভেচ্ছা জানান।

প্রেম তো হল। কিন্তু বিয়ে করতে গেলে তো নাতাশার পরিবারের সঙ্গেও তাঁর আলাপ হওয়া দরকার। অন্যদিকে নাতাশার বাবা-মাও হবু জামাইয়ের সঙ্গে দেখা করতে চাইবেনই। আলাপ করতে চাইবেন। তারজন্য অর্থোডক্স ক্রিসমাসকে বেছে নেন তাঁরা। গত সোমবার রাতে হার্দিককে নিয়ে তাঁরা নৈশভোজে বেরিয়ে পড়েন। সঙ্গে ছিলেন মেয়ে নাতাশাও।

নাতাশার পরনে ছিল ডেনিম জিনস ও সাদা টপ। হার্দিককে পাশে নিয়ে বাবা-মায়ের সঙ্গে নৈশভোজে যাওয়ার আগে ৪ জনে কয়েকটি ছবিও তোলেন। তাঁদের সেই ছবি তোলেন সেলেব্রিটি ফটোগ্রাফার মানব মাঙ্গলানি। আলো অন্ধকারের মধ্যেই ছবিগুলি ওঠে। তারপরই তাঁরা নৈশভোজ সারতে মুম্বইয়ের একটি অভিজাত রেস্তোরাঁয় যান। তবে নাতাশার বাবা-মায়ের হবু জামাইকে কেমন লাগল তা এখনও পরিস্কার নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts