Entertainment

২২ গজ নয়, ফ্যাশন উইকে ঝড় তুললেন হার্দিক

Published by
News Desk

ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। তাঁর ওপর অনেক বেশি চাপ পড়েছে। তাই একটু বিশ্রাম। সেই বিশ্রাম বেশ তারিয়েই উপভোগ করছেন ভারতীয় ক্রিকেট জগতের অন্যতম তারকা হার্দিক পাণ্ডিয়া। এখন তিনি ব্যস্ত ল্যাকমে ফ্যাশন উইক নিয়ে। সেখানে ব়্যাম্প মাতাচ্ছেন তিনি।

ভারতের অন্যতম প্রধান ফ্যাশন উইক ল্যাকমে ফ্যাশন উইক। ফ্যাশন জগতের মানুষজন তাকিয়ে থাকেন এই ইভেন্টের দিকে। সেখানে শো স্টপার সাধারণত কোনও অভিজ্ঞ মডেল হয়ে থাকেন। অথবা শোয়ের গ্ল্যামার বাড়াতে শো স্টপার হন বলিউডের কোনও সুন্দরী নায়িকা। সেখানে শো স্টপার হিসাবে হার্দিক পাণ্ডিয়া ছিলেন অবশ্যই একটা দারুণ চমক।

ফ্যাশন ডিজাইনার অমিত আগরওয়ালের তৈরি ডিজাইন নিয়ে শো সম্পূর্ণ হওয়ার পর শো স্টপারের কাজ করেন হার্দিক পাণ্ডিয়া। হার্দিকের সঙ্গে ছিলেন অভিনেত্রী লিসা হেডন। লিসা ও হার্দিককে ২ পাশে নিয়ে অমিত আগরওয়াল শেষে ব়্যাম্পে হেঁটে আসেন। এই শোয়ের ভিডিও হার্দিক নিজেই ইন্সটাগ্রামে পোস্ট করেন। ভূয়সী প্রশংসাও করেন অমিত আগরওয়ালের ডিজাইনের।

হার্দিক পাণ্ডিয়াকে আনায় এবং শো স্টপার হিসাবে ব্যবহার করায় দেশ জুড়ে প্রচুর প্রচার পেয়েছে অমিত আগরওয়ালের শো। ক্রিকেট ও গ্ল্যামার দুনিয়ার যোগ নতুন নয়। এর আগেও ফ্যাশন শোয়ের ব়্যাম্পে হেঁটেছেন ভারতীয় ক্রিকেটের মহারথীরা। আর যখনই ভারতীয় ক্রিকেটের কেউ ব়্যাম্পে হেঁটেছেন তখনই সেই শো ভারতীয় মিডিয়ায় যথেষ্ট মাইলেজ পেয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts