National

শিশুকে স্তন্যদান, ‘গৃহলক্ষ্মী’র কভার পেজ ঘিরে বিতর্ক পৌঁছল আদালতে

প্রকাশ্যে শিশুকে স্তন্যদান এখনও ভারতে বড় একটা ভাল চোখে নেওয়া হয়না। কিন্তু মায়ের তাঁর শিশুকে স্তন্যদান প্রকাশ্যে না করানোর কিছু নেই। এটা আর পাঁচটা কাজের মতই স্বাভাবিক একটা বিষয়। সেই বার্তাই তুলে ধরতে চাওয়া ছিল তাদের মূল উদ্দেশ্য। এমনই দাবি করল বিতর্কিত কভার পেজ ঘিরে খবরের শিরোনামে জায়গা করে নেওয়া কেরালার ম্যাগাজিন ‘গৃহলক্ষ্মী’। গৃহলক্ষ্মী কর্তৃপক্ষের আরও দাবি এটা সমাজকে সচেতন করার চেষ্টা মাত্র। এর পিছনে তাঁদের কোনও অশ্লীল উদ্দেশ্য ছিলনা।

গৃহলক্ষ্মীর পয়লা মার্চ ইস্যুর কভার পেজের ছবিতে দেখা গেছে মডেল জিলু জোসেফ একটি শিশুকে স্তন্যপান করাচ্ছেন। আর সেই ছবি কভার পেজে রেখে পাক্ষিক পত্রিকা গৃহলক্ষ্মী সামনে আসতেই শুরু হয়েছে হৈচৈ। তবে সোশ্যাল সাইটে নেটিজেনরা কিন্তু অধিকাংশই পত্রিকাটির পাশে দাঁড়িয়েছেন। যদিও বিরোধিতাও এসেছে। অনেকের মতে পত্রিকার বিক্রিই আসল লক্ষ্য। এমন একটা ছবি দিয়ে পত্রিকার বিক্রি বাড়াতেই গৃহলক্ষ্মী কর্তৃপক্ষ এটা করেছেন। ইতিমধ্যেই কেরালার একটি আদালতে মামলাও দায়ের হয়েছে পত্রিকার মালিক সহ এডিটরের বিরুদ্ধে। নারীর শালীনতা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে এই মামলায়। এমনকি এক আইনজীবীর করা সেই মামলায় ছাড় পায়নি জিলু জোসেফের নামও।

যদিও এরপরই জিলু জোসেফ প্রতিবাদে সোচ্চার হয়েছেন। জিলুর দাবি, তিনি মা না হতে পারেন, তিনি অবিবাহিত হতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে তিনি কোনও শিশুকে স্তন্যপান করাতে পারবেননা। যদিও মামলায় এটাকেই ইস্যু করা হয়েছে। মামলাকারী আইনজীবীর দাবি, যদি সত্যিই এক মা তাঁর সন্তানকে স্তন্যদান করতেন, আর পত্রিকাটি সেই ছবি ছাপিয়ে কোনও বার্তা দিতে চাইত, তবে কিছু বলার ছিল না। কিন্তু একজন অবিবাহিতা মডেলকে দিয়ে এটা করানোর মধ্যেই রয়েছে পত্রিকা বিক্রির চেষ্টা। যদিও কেরালার একটা বড় অংশের মানুষ কিন্তু গৃহলক্ষ্মীরই পাশে দাঁড়িয়েছেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *