Lifestyle

এখানে ছোটদের শেখানো হয় কীভাবে ছাদে দাঁত ফেলে আসতে হয়

ছাদে দাঁত ফেলে আসতে শেখানো হয় ছোটদের। এটাই প্রচলিত প্রথা। আর তা বহু বছর ধরে চলে আসছে এখানে। পিছনে রয়েছে অন্য কারণও।

Published by
News Desk

বাংলায় একসময় ছোটদের শেখানো হত তাদের দুধের দাঁত যখন পড়বে তখন সেই দাঁতটি নিয়ে গিয়ে যেন ইঁদুরের গর্তে দিয়ে আসে তারা। ইঁদুরের গর্ত বলে ভেবে ছোট গর্তে তার পড়ে যাওয়া দাঁত অনেক শিশুই জীবনে ফেলে রেখেছে।

এমন কতই না প্রথা চলে আসছে। তবে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রথার অস্তিত্ব রয়েছে। ছোটদের দাঁত তো পড়বেই। তা ফেলতেও হবে। কোথায় ফেলবে সেটাই আসল কথা!

গ্রিসে ছোটদের শেখানো হয় তাদের যদি দাঁত পড়ে যায় তারা যেন সেই দাঁত ছাদে ফেলে আসে। ছাদে দাঁতটি ছুঁড়ে ফেলে একটি প্রার্থনাও করতে হয় তাদের।

প্রার্থনা করতে হয় তাদের যেন বড়দের মত শক্ত দাঁত হয়। শক্ত দাঁত চেয়ে ছাদে ফেলে আসতে হয় দুধের দাঁত। এটাই সেখানকার রীতি বা রেওয়াজ। আর তা এখনও গ্রিসে অনেক জায়গায় মেনে চলা হয়।

এসব রীতি কিন্তু একটা বিশ্বাস থেকে শুরু হয়েছিল। কবে কে রীতির প্রচলন করেন তা অজানাই থাকে বিভিন্ন সমাজে। তবে তা পালন করে আসা হয় প্রজন্মের প্রজন্মের হাত ধরে।

সেখানেই একটি সমাজের, একটি জনজাতির বৈশিষ্ট্য এবং মৌলিকতা নিশ্চিত হয়। যা তাদের নিজস্ব অস্তিত্ব তৈরি করে। নিজস্ব সংস্কৃতির জন্ম দেয়। তাদের আলাদা করে পরিচিতি দেয়। ফলে রীতি রেওয়াজ প্রতিটি সমাজেই প্রচলিত। সে বিশ্বের যে কোনও প্রান্তেই হোক না কেন।

Share
Published by
News Desk