SciTech

গুগলের প্রথম লোগো কেমন দেখতে ছিল, গুগল খুললেই দেখা যাবে ২৭ বছর পুরনো স্মৃতি

সার্চ ইঞ্জিন হিসাবে পৃথিবী বিখ্যাত গুগল। সেই গুগল তার জন্মের সময় যে লোগোটি ব্যবহার করেছিল, সেটি কেমন দেখতে ছিল তা এখন গুগল খুললেই নজর কাড়ছে।

এখন তরুণ প্রজন্মের যাঁরা রাতদিন গুগলে নানা কিছু খুঁজে থাকেন, তাঁরা তখনও জন্মায়নি। সময়টা ছিল ১৯৯৮ সাল। জন্ম নিয়েছিল গুগল সার্চ ইঞ্জিন। যেখানে টাইপ করে কোনও কিছু সম্বন্ধে তথ্য চাওয়া যায়। আর তা কোথায় পাওয়া যাবে তৎক্ষণাৎ দেখিয়ে দেয় এই সার্চ ইঞ্জিন।

সময়ের সঙ্গে সঙ্গে গুগল আরও উন্নত হয়েছে। আর এমন করেই কেটে গেছে ২৭টি বছর। তার ২৭ বছরের জন্মদিনে এবার গুগল চমকে দিল বিশ্বকে।

কারণ গুগলের ডুডল হিসাবে যেটা ব্যবহার হচ্ছে সেখানে লাল, নীল, হলুদ আর সবুজে গুগল কথাটাই লেখা। পাশে একটা বিস্ময়বোধক চিহ্ন। এটাই ছিল গুগলের প্রথম লোগো।

যে লোগোর হাত ধরে যাত্রা শুরু করেছিল গুগল। সেই স্মৃতি কার্যত ফিরিয়ে আনল গুগল। গুগল যেন অনেকটাই নস্টালজিক হয়ে পড়ল ২৭ বছরের জন্মদিনে।

স্মৃতির সরণী বেয়ে যাঁরা হাঁটতে পছন্দ করেন তাঁরাও ফিরলেন ১৯৯৮-এর সেই দিনগুলোতে। যে সময় তাঁরা কোনও কিছু খোঁজার জন্য গুগল সার্চ ইঞ্জিন খুলতেন। আর সেখানে সামনে আসত এই চেনা গুগল লেখাটা।

এখন গুগল এআই পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু গুগল নিজেও জানাচ্ছে এ লোগো সেই পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যাওয়ার লোগো। যেখান থেকে শুরু হয়েছিল এই যাত্রা। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যেমন এই লোগো দেখে অবাক হচ্ছে, তেমনই পুরনো দিনে ফিরছেন সে সময় কম্পিউটার ব্যাবহার করা মানুষজন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *