Entertainment

মন্দাকিনী পর্বের পর কালো বিকিনিতে উষ্ণতা ছড়ালেন গিজেল

Published by
News Desk

ইন্টারনেটে আগুন ধরানোয় তিনি সিদ্ধহস্ত। সোশ্যাল মিডিয়ায় তাঁর তথাকথিত ‘হট’ ছবি বহু মানুষের ঘুম উড়িয়ে দিয়েছে। তবে ইদানিংকালে সবচেয়ে বেশি চর্চিত হয়েছিলেন হুবহু রাম তেরি গঙ্গা মইলির মন্দাকিনীর সেই তোলপাড় করা স্নানের দৃশ্য ফের স্টিল ফ্রেমে তুলে এনে। মন্দাকিনীর মতই নগ্ন শরীরের ওপর সাদা শাড়ি জড়িয়ে স্নান করেছিলেন তিনি। শরীরের প্রতিটি বিভঙ্গ জলের সঙ্গে লেপটে থাকা শাড়ি পরিস্কার করে দিচ্ছিল।

তোলপাড় করা সেই ছবির পর ফের সোশ্যাল মিডিয়ায় কালো বিকিনিতে ছবি পোস্ট করলেন তিনি। আর গিজেল থকরালের ছবি মানেই তাঁর অনুরাগীদের মনে ঝড় তোলা। সেটাই ফের করলেন তিনি। ঘুরতে গিয়েছিলেন গ্রিসে। আর সেখানেই বেড়ানোর ফাঁকে কালো বিকিনিতে দুরন্ত কিছু ছবি তোলেন তিনি। সেই ছবি ফের তাঁকে খবরে তুলে আনল। তবে এবার গিজেল কিন্তু ট্রোলডও হয়েছেন। অনেকেই কালো বিকিনিতে গিজেলকে নিয়ে নানা টেরাবাঁকা কথা বলেছেন। তাতে কী? প্রচার হল। এটাই বা কম কিসের!

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk