World

গোপন আর রইল না, পাওয়া গেল ২ হাজার বছর পুরনো গুপ্তধন

খোঁজটা ৯ বছর আগেই পাওয়া গিয়েছিল। কিন্তু তা গোপন রাখা হয়েছিল। অবশেষে সব জানা গেল। পাওয়া গেল ২ হাজার বছর পুরনো গুপ্তধনের সন্ধান।

মাটি বা বালির তলায় কোনও ধাতব পদার্থ আছে কিনা তা খুঁজে দেখার নেশা থাকে অনেকের। তাঁরা মেটাল ডিটেক্টর নিয়ে বেরিয়ে পড়েন এখানে সেখানে। এমন এক ব্যক্তি প্রথম এই গুপ্তধনের সন্ধান পান।

সেটা ছিল ২০১৭ সাল। তিনি জানলেও তা গোপন রাখা হয়। ফলে লোকচক্ষুর আড়ালেই ছিল বিষয়টি। ২০২৫ সালে ওই এলাকায় একটি খননকার্যের সময় মাটির তলা থেকে বেরিয়ে আসে প্রচুর প্রাচীন রূপোর কয়েন।

যত রূপোর কয়েন পাওয়া যায় তার সংখ্যা ছিল প্রায় ৪৫০টির মত। সঙ্গে পাওয়া যায় রূপোর বার, সোনার কয়েনও। যা খতিয়ে দেখে বিশেষজ্ঞেরা জানান এগুলির বয়স ২ হাজার বছর। এগুলি রোমান যুগের কয়েন।

জার্মানির হিলদেসিম জেলার বোরসাম এলাকায় মাটি খুঁড়ে উদ্ধার হয় এই গুপ্তধন। যার মূল্য কার্যত অমূল্য। ২০২৫ সালে এই কয়েন ও অন্যান্য জিনিস সম্বন্ধে বিস্তারিত তথ্য রিপোর্ট আকারে জমা পড়ে সংশ্লিষ্ট দফতরে। তারপরই বিষয়টি জানতে পারেন সকলে।

এভাবে এই গুপ্তধনের সন্ধান অবশ্যই একটা বড় প্রাপ্তি হিসাবে দেখছেন বিশেষজ্ঞেরা। এগুলি পরীক্ষা করে রোমান যুগের শুরুর দিক সম্বন্ধে আরও তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন তাঁরা।

সে সময়ের আর্থসামাজিক ব্যবস্থার একটা ধারনাও এটা থেকে পাওয়া যেতে পারে। যা আগামী দিনে রোমান যুগকে আরও গভীরভাবে জানতে সাহায্য করবে গবেষকদের। খবরটি বিভিন্ন সংবাদমাধ্যমের পাতায় জায়গা করে নেয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *