National

চোখের নিমেষে আগ্রা পৌঁছল গতিমান

পথচলা শুরু করল দেশের দ্রুততম ট্রেন গতিমান এক্সপ্রেস। প্রথম দিনেই দিল্লি থেকে আগ্রার ১৮৪ কিলোমিটারের যাত্রাপথ ঘড়ি মেপে ৯৮ মিনিটে শেষ করে গতিমান। যেখানে অন্যান্য ট্রেন দিল্লি থেকে আগ্রা পৌঁছতে ২ থেকে ৩ ঘণ্টা সময় নেয়, সেখানে গতিমান এক্সপ্রেস ১ ঘণ্টা ৩৮ মিনিটেই পৌঁছে গেল তাজমহলের শহরে। মঙ্গলবার সকালে দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে বেলুন আর ফুলে সাজানো গতিমান এক্সপ্রেসের যাত্রার শুভসূচনা করেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। ফ্ল্যাগ নেড়ে রেলমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার পরই ১৬০ কিলোমিটার গতিতে ছুট শুরু করে আপাত বিলাসবহুল সেমি হাইস্পিড ট্রেনটি। রেল কর্তৃপক্ষের দাবি ট্রেনটি তৈরি করতে ৫০ কোটি টাকা খরচ পড়েছে। গতির সঙ্গে তাল মিলিয়ে গতিমানের বিশেষ ধরণের বগি তৈরি করেছে পঞ্জাবের কাপুরথালা রেল ফ্যাকট্রি। ট্রেনের বায়ো টয়লেটগুলি তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যাণ্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। সফরকালে গতিমানের যাত্রীদের রসনা তৃপ্তির জন্য আমিষ ও নিরামিষ, দু’ধরণের মেনুরই বন্দোবস্ত রাখছে রেল।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *