World

পৃথিবীর উচ্চতম হিন্দু দেবতার মূর্তি কিন্তু ভারতে নেই, জানেন কোন দেবতার মূর্তি

উচ্চতার নিরিখে তা স্ট্যাচু অফ লিবার্টি-র চেয়েও উঁচু। হিন্দুদের আরাধ্য দেবতা তিনি। তবে তাঁর এই মূর্তি ভারতে নেই। রয়েছে অন্য এক দেশে।

Published by
News Desk

ভারতে নয়, পৃথিবীর উচ্চতম হিন্দু দেবতার মূর্তি রয়েছে অন্য এক দেশে। মূর্তিটির উচ্চতা ৪০০ ফুট। দেবতা তাঁর বাহনের ওপর অধিষ্ঠান করছেন। এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আবহাওয়ার পরিবর্তনের প্রভাব মূর্তির ওপর না পড়ে।

এমনকি ভূমিকম্প হলেও যাতে সেটি সুরক্ষিত থাকে সেদিকে নজর রেখে তৈরি করা হয়েছে শ্রীবিষ্ণু-র এই মূর্তি। বিষ্ণুর বাহন গরুড়। সেই গরুড়ের ওপরই অধিষ্ঠান করছেন দেবতা। যা রয়েছে একটি পার্কের মধ্যে।

এটি তৈরি শুরু হয় গত শতকের শেষের দিকে। আর এর উদ্বোধন হয় ২০১৮ সালে। সকলের কাছে এটি গরুড় বিষ্ণু কাঞ্চন স্ট্যাচু। মূর্তিটি তৈরি করা হয়েছে তামা ও পিতলের সংমিশ্রণে। এই ২টি ধাতু দিয়ে তৈরি এই সুবিশাল মূর্তিটি স্থানীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে।

ইন্দোনেশিয়ার বালি-তে রয়েছে পৃথিবীর উচ্চতম এই হিন্দু দেবতার মূর্তি। যা এখন এখানে সারাবছর বেড়াতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু।

প্রসঙ্গত বালি এমন এক জায়গা যেখানে হিন্দুধর্ম পৌঁছেছিল প্রায় ২ হাজার বছর আগে। যখন ভারতের সঙ্গে দক্ষিণপূর্ব এশিয়ার জলপথে বাণিজ্য চলত। এখনও কিন্তু ইন্দোনেশিয়ার বালিতে হিন্দু সংস্কৃতির প্রভাব যথেষ্ট। তারই একটি অভিনব শিল্প হয়ে দাঁড়িয়েছে এই বিষ্ণুমূর্তি।

মূর্তিটির দিকে তাকালেই স্পষ্ট বোঝা যায় তার ওপর স্থানীয় শিল্পশৈলীর প্রভাব কতটা। ভারতের বাইরে এমন এক হিন্দু দেবতার অধিষ্ঠান অবশ্যই হিন্দুদের আকর্ষিত করে।

Share
Published by
News Desk