Lifestyle

শুধু বইতে দিয়ে লাভ নেই, শুরু হল গঙ্গার জলে খেলাধুলোর খোঁজ নেওয়া

গঙ্গার জল অনন্তকাল ধরে বয়ে চলেছে। এবার সেই মন্থর গতিতে বইতে থাকা গঙ্গার জলে ভেসে পড়ে শুরু হল খেলাধুলোর খোঁজ নেওয়া।

গঙ্গা ভারতে কেবল একটি নদী নয়। তার চেয়েও বেশি কিছু। গঙ্গা পূজিতা হন সর্বত্র। দেবী রূপে তাঁকে পুজো করা হয়। গঙ্গার জলে স্নান করে দেহমন শুদ্ধ করেন অনেকে। এটাই তাঁদের বিশ্বাস।

সেই গঙ্গা অনন্তকাল ধরে বয়ে চলেছে তার পথ ধরে। তবে শুধু পুণ্যতোয়া গঙ্গা হয়ে এই বিপুল জলরাশি বয়ে চলে লাভ কি! তাই এবার গঙ্গার জলে শুরু হল খেলাধুলোর খোঁজখবর।


কানপুর থেকে এজন্য গঙ্গায় ভেসে পড়েছেন বেশ কয়েকজন বিশেষজ্ঞ আধিকারিক। গঙ্গায় ভেসে কানপুর থেকে প্রয়াগরাজে পৌঁছবেন তাঁরা।

অন্য একটি দল গঙ্গার ধার ধরে ওই একই পথে পৌঁছবে প্রয়াগরাজ। এই পুরো পথে গঙ্গার বুকে কোন কোন জায়গায় কি কি জলক্রীড়া শুরু করা সম্ভব তার সম্ভাবনার সবদিক খুঁটিয়ে বিশ্লেষণ করে দেখবে এই ২টি দল।


বিভিন্ন জলক্রীড়া গঙ্গার বুকে শুরু করার মূল লক্ষ্য পর্যটনকে আকর্ষণীয় করে তোলা। এসব ওয়াটার স্পোর্টস গঙ্গার বুকে চালু হলে পর্যটকরা আরও আকর্ষিত হবেন বলেই মনে করা হচ্ছে। যার মধ্যে রয়েছে গঙ্গাবক্ষে বাৎসরিক গঙ্গা ওয়াটার ব়্যালি।

গঙ্গার জলপথ ধরে যাতায়াতের সুযোগ আরও বাড়ানোর ওপরও জোর দেওয়া হচ্ছে। যাতে গঙ্গাবক্ষে ভেসেই পর্যটকরা এক শহর থেকে অন্য শহরে পৌঁছে যেতে পারেন। যা তাঁদের এক অন্য অনুভূতি দেবে। উপহার দেবে গঙ্গার ২ ধারের গ্রাম, নগর, জঙ্গল পার করার এক অমোঘ মনে রাখার মত আনন্দও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button