World

ফের প্যারিসে জঙ্গি হামলা, মৃত পুলিশকর্মী, গুলিতে খতম জঙ্গিও


ফের কবিতার শহরে গুলির শব্দ। রক্তাক্ত রাজপথ। সময় বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা। রাতের প্যারিস তখন মোহময় রঙে রঙিন। সজে লিজে রাজপথে পর্যটক থেকে স্থানীয় মানুষের ভিড়। হঠাৎ গুলির শব্দে শেষ রাতের প্যারিসের যাবতীয় মাদকতা। সে জায়গায় তখন সকলের চোখমুখ গ্রাস করেছে আতঙ্কের কালো ছায়া। গুলির শব্দে দিক্বিদিক জ্ঞান শূন্য হয়ে সকলে ছুট দিলেন। প্রাণ বাঁচানোর তাগিদ বড় তাগিদ। অস্বাভাবিকতা লক্ষ্য করে দ্রুত সেখানে হাজির হয় কাছাকাছি থাকা একটি পুলিশের গাড়ি। প্যারিস পুলিশের দাবি, ঠিক তখনই পুলিশের গাড়ি লক্ষ করে গুলি চালাতে চালাতে এগিয়ে আসে এক ব্যক্তি। তার ছোঁড়া গুলিতে মৃত্যু হয় এক পুলিশ কর্মীর। এবার পাল্টা গুলি চালাতে শুরু করে পুলিশও। সেই সময় ওই জঙ্গি পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আবু ইউসুফ। বেলজিয়ামের বাসিন্দা আবুর বিরুদ্ধে আগেই পুলিশের কাছে খবর ছিল। এদিকে আবু যে ইসলামিক স্টেটের হয়েই এই কাজ করেছে তা জানিয়ে, ঘটনার দায় স্বীকার করেছে আইএস।


 





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *