রাতের অন্ধকারে আকাশেই ১৮ মিনিট ঝুলে রইলেন বিমানযাত্রীরা
বিমানে চড়ে দ্বীপে বেড়াতে আসছিলেন পর্যটকেরা। তবে ঘোরা শুরুর আগে আকাশেই ১৮ মিনিট ঝুলে রইলেন তাঁরা। এই ঘটনা গোটা বিশ্বকে অবাক করেছে।

সুন্দর একটা দ্বীপে ছুটি কাটাতে অনেকেই পছন্দ করেন। সেই দ্বীপে শুধু নামার অপেক্ষা। এই অবস্থায় বিমানের যাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বিমানবন্দরে পা রাখার জন্য।
বিমান তখন নামার অপেক্ষায়। তবে যে কোনও বিমানবন্দরে অবতরণের জন্য এটিসি অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশ ও অনুমতির জন্য অপেক্ষা করতে হয় পাইলটদের। তাঁরা নামার কথা এটিসিকে জানালে এটিসি সবুজ সংকেত দেয়।
সেই সবুজ সংকেত পেলেই বিমানবন্দরে অবতরণ করে বিমান। সেইমত এই বিমানটির পাইলটও অনুমতি চান ফ্রান্সের এজাকিও দ্বীপের নেপোলিয়ন বোনাপার্ট বিমানবন্দরে নামার জন্য। কিন্তু এটিসি থেকে কোনও উত্তর নেই। বারবার চেষ্টা করতে থাকেন পাইলট। কিন্তু এটিসি নিশ্চুপ।
অগত্যা পাইলট বিমানটিকে রাতের অন্ধকারেই ভূমধ্যসাগরের ওপর ঘুরপাক খাওয়াতে থাকেন। চেষ্টা করতে থাকেন অনুমতির। এভাবে সময় কাটতে থাকায় এরপর পাইলট বিমানের মুখ ঘুরিয়ে অন্য বিমানবন্দরে অবতরণের চেষ্টা শুরু করেন।
খবর যায় নেপোলিয়ন বোনাপার্ট বিমানবন্দরের দমকলবাহিনীর কাছেও। তারা খবর পেয়ে কেন এটিসি থেকে কেউ কোনও উত্তর দিচ্ছেন না তা জানতে সেখানে পৌঁছয়।
দরজায় কড়া নেড়েও কোনও উত্তর না পেয়ে অবশেষে পুলিশ ডেকে দরজা ভাঙা হয়। এটিসিতে ঢুকে তো সকলেই হতবাক। সেখানে যে আধিকারিক ছিলেন তিনি তাঁর ডেস্কেই গভীর ঘুমে তখন আচ্ছন্ন।
তাঁকে ডেকে তোলা হয়। ঘুম ভেঙে সবকথা শুনে তিনি দ্রুত ওই বিমানটিকে অবতরণের অনুমতি দেন। রানওয়ের সব আলো জ্বালিয়ে দেন। ১৮ মিনিট সাগরের ওপর পাক খাওয়ার পর অবশেষে যাত্রীরা অবতরণ করেন বেড়াতে আসা দ্বীপে।