এক পায়ের ডেনিম ট্রাউজার, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @kristy.sarah
জিনসের প্যান্ট সম্বন্ধে সকলেরই একটা ধারনা আছে। কিন্তু সেই জিনসের প্যান্টের একদিকের পায়ের পুরোটা না থেকে যদি অর্ধেক থাকে, তাহলে কি কেউ সেটা কিনবেন? উত্তরটা অনেকেই বলবেন, না। এমন পরার অযোগ্য জিনস কেউ কেনে নাকি! ওটা পরে কি রাস্তায় বার হওয়া যায়!
কিন্তু বাস্তব তো অন্য কথা বলছে। একটি জিনসের একটি পা পুরোটা ঢাকা। অন্য পায়ের অংশটা অর্ধেক নেই। একদম হাফ প্যান্ট। অর্থাৎ একটা জিনসের প্যান্টের একটা পা ফুল প্যান্ট আর একটা পা হাফ প্যান্ট!
সময়ের সঙ্গে ফ্যাশন বদলায়। তবে তা যে এই পর্যায়েও যেতে পারে তা দেখিয়ে দিল ফ্রান্সের একটি সংস্থা। যারা এমন এক জিনস বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে।
শুধু এমন আজব জিনসেই তাক লাগায়নি, দামেও তাক লাগিয়ে দিয়েছে তারা। এই হাফ প্যান্ট ফুল প্যান্ট জিনসের দাম ভারতীয় মুদ্রায় ৩৮ হাজার টাকার কিছু বেশি পড়ছে।
জিনসের প্রচলিত ধারনা সম্পূর্ণ বদলে দিয়েছে এই ডেনিম জিনসটি। যা এখন বিশ্বজুড়ে চর্চার কেন্দ্রে পৌঁছে গেছে। ফ্যাশন দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে এই জিনস। যা দেখে সবাই যে বাহবা দিচ্ছেন তেমনটা নয়।
বরং দ্বিধাবিভক্ত হয়েছে এ জিনস সম্বন্ধে মানুষের দৃষ্টিভঙ্গি। কেউ এটাকে সময়ের সঙ্গে পা মিলিয়ে চলা ফ্যাশনের সঙ্গে তুলনা করছেন। আবার অনেকে একে ফ্যাশনের নামে যা ইচ্ছে তাই বলে ব্যাখ্যা করছেন। তবে এই জিনসটি কিন্তু খবরের শিরোনামে নিজের জায়গা করে নিয়েছে অচিরেই।