World

ভেসে আসা রহস্যময় শব্দের কিনারা, পিছনে রয়েছে মাছের মিলন

৩ বছর ধরে এক রহস্যময় শব্দের কারণ খুঁজে পাচ্ছিলেন না বিজ্ঞানীরা। গোটা শহর বুঝতে পারছিলনা শব্দের উৎস। অবশেষে তার একটা কারণ জানা গেল।

সেই ২০২১ সাল থেকে মাঝে মাঝেই একটা রহস্যময় শব্দ গোটা শহরবাসীকে অবাক করছিল। হালকা ধক ধক শব্দ। কিসের শব্দ এটা? তার যুতসই উত্তর বিশেষজ্ঞেরাও দিতে পারছিলেননা। কোথা থেকে যে এ শব্দ ভেসে আসে তা জানা যাচ্ছিল না কিছুতেই।

এদিকে যতই রহস্য বাড়ছিল ততই শহরবাসীর চিন্তার বাড়ছিল। বিজ্ঞানীরাও চুপ করে বসেছিলেন না। তাঁরা জানার চেষ্টা করছিলেন শব্দের উৎস। অবশেষে তার কিনারা হল।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ফ্লোরিডার ট্যাম্পা বে থেকে এই শব্দ ভেসে আসছে বলে অবশেষে জানতে পেরেছেন এক বিজ্ঞানী। তিনি দাবি করেছেন, এর পিছনে রয়েছে ট্যাম্পা বে-র জলে থাকা ব্ল্যাক ড্রাম ফিশ।

এই মাছেরা মিলনের সময় এক ধরনের শব্দ নির্গত করে। এটা আদপে আসে তাদের পেশী থেকে। এই সময় তাদের পেশীগুলি কাঁপতে থাকে। তার ফলে এমন একটা শব্দ নির্গত হতে থাকে।

সেই শব্দই জল থেকে জলের ধারের বাসিন্দাদের কানে পৌঁছয়। নিম্ন কম্পাঙ্কের এই শব্দ এতটাই শক্তিশালী হয় যে তা মাইলের পর মাইল দূর থেকেও শোনা যায়।

নিম্ন কম্পাঙ্কের শব্দ হওয়ায় এগুলি দ্রুত অনেকটা দূর পর্যন্ত পৌঁছে যেতে পারে। ফ্লোরিডার অনেক বাসিন্দা এই শব্দ রেকর্ডও করে রেখেছেন।

এখনও এটা নিশ্চিত করে প্রশাসনের তরফে বলা হয়নি যে মাছের মিলনের শব্দই এটা। তবে ওই বিজ্ঞানীর ব্যাখ্যা সঠিক বলেই মনে করছেন ফ্লোরিডার সিংহভাগ মানুষ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *