World

ঝড় থামার পর সমুদ্রতটে দেখা মিলল ৮০ ফুটের একটি অচেনা বস্তুর

৮০ ফুটের একটি বস্তু। কি তা কারও জানা নেই। অনেক কিছুই হতে পারে। যা ঝড় থামার পর সকলের নজরে এল।

তীব্র ঝড়ের জেরে অনেক সমুদ্রতটই ওলটপালট হয়ে যায়। এতকাল ধরে এ সমুদ্রসৈকতে মানুষ আসেন। ঘুরে বেড়ান। আনন্দ করেন। স্নান করেন। কিন্তু এখানে সোনালি বালির ওপর এ বস্তুটিকে তাঁরা আগে কখনও দেখেননি। দেখা মিলল একটি ঝড়ের ঝাপটায় তছনছ হয়ে যাওয়া সমুদ্রতটে ফিরে।

ঝড়ের জেরে লণ্ডভণ্ড হওয়া সমুদ্রসৈকতে এবার মানুষ ফিরছেন। সেখানে সময় কাটাচ্ছেন। সমুদ্রতটে ফেরার পর তার একটি দিকে কয়েকজন হাঁটতে গিয়েছিলেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সেখানেই নজর পড়ে দানবীয় চেহারার রহস্য ঘেরা বস্তুটির দিকে। এতদিন এখানে আসছেন আগে কখনও এটির দেখা মেলেনি। হঠাৎ এল কোথা থেকে? সেটাই বুঝে উঠতে পারছেন না কেউ।

বস্তুটি একটি ৮০ ফুটের প্রধানত কাঠের লম্বা টুকরো। যার গায়ে ধাতব পাত রয়েছে। মনে করা হচ্ছে সেটি বালির তলাতেই ছিল। ফলে চোখে পড়েনি। এখন ঝড়ের দাপটে অনেক জায়গা থেকে বালি সরে গিয়েছে। ফলে এটি এবার দেখা যাচ্ছে।

বস্তুটি কি তা নিশ্চিত করে কেউই বলতে পারছেন না। তবে সাধারণ মানুষের অনেকের মতে, এটি জাহাজের অংশ। আরও নানা মত উঠে এলেও জাহাজের অংশ হিসাবেই বস্তুটিকে তকমা দিচ্ছেন অধিকাংশ মানুষ।

যদিও বিশেষজ্ঞেরা এখনও কিছু জানাতে পারেননি। তাঁরা জিনিসটিকে ভাল করে পরীক্ষা করার পরই বস্তুটি সম্বন্ধে আলোকপাত করতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ভোলাসিয়ার ডেটোনা সমুদ্রসৈকতে এই রহস্যে ঘেরা বস্তুটির দেখা মিলেছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *