World

স্ত্রীয়ের ওপর অত্যাচার চালাত ওমর


স্ত্রীয়ের ওপর অত্যাচার করত অরলান্ডোর সমকামীদের নাইট ক্লাবে গুলি চালান ওমর মতিন। সোশ্যাল সাইটে আলাপ। সেই আলাপ থেকেই বিয়ের সিদ্ধান্ত। ওমরের প্রাক্তন স্ত্রী মিতোরা ইউসুফির দাবি, প্রথমে সব ঠিকঠাক থাকলেও ক্রমশ ওমরের অন্য রূপ সামনে আসতে শুরু করে। তাঁকে মারধর শুরু করে ওমর।


অত্যাচার বাড়তে থাকায় একসময়ে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন ইউসুফি। ওমর মানসিক দিক থেকে অস্থিরতার শিকার ছিল বলেও দাবি করেছেন মিতোরা। সমকামীদের প্রতি বিদ্বেষের যে তত্ত্ব হত্যালীলার কারণ হিসাবে সামনে আসছে তা মানতে চাননি ইউসুফি। বরং মানসিক অস্থিরতাকেই ওমরের এমন কাণ্ডের জন্য দায়ী করেছেন তিনি।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *