World

ফুটবল মাঠে বেড়ালকে ক্যাচ লুফে নিল জাতীয় পতাকা

ফের সেই কথাটাই সত্যি হল। রাখে হরি মারে কে! একটি ফুটবল মাঠে টানটান ম্যাচ ছেড়ে দর্শকদের নজর আটকাল অন্য কাণ্ডে।

টানটান ফুটবল ম্যাচ চলছিল। স্থানীয় ২টি ক্লাবের মধ্যে খেলা। তবে ম্যাচ তখন জমে উঠেছে। দর্শকরাও পলক না ফেলা দৃষ্টিতে তাকিয়ে আছেন প্রিয় দলের দিকে।

এমন সময় একটা হৈচৈ-এর শব্দ। মাঠ থেকে নজর সরে দর্শকরা সকলেই তাকালেন যেদিক থেকে আওয়াজ আসছিল সেদিকে। আর সেদিকে তাকিয়েই তাঁরা হতবাক।

একটি বেড়াল ঝুলছে স্টেডিয়ামের ওপর তলা থেকে। তার সামনের ২টি পা দিয়ে কোনওক্রমে আঁকড়ে আছে সিমেন্টের খাঁজ। কিন্তু সামান্যই সময়। তারপর একটি থাবা গেল খুলে। একটি দিয়ে তখন ঝুলছে সে।

দর্শকরা হায় হায় করে উঠলেন। ওপর থেকেও তাকে টেনে তোলা যাচ্ছে না। আবার নিচে পড়লে বাঁচার সম্ভাবনা প্রায় নেই।

নিচে তখন এক দম্পতি বসে ছিলেন। তাঁরা সঙ্গে আনা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকাটা খুলে বেড়ালটি যেখানে পড়তে পারে সেখানে ধরলেন। আর ঠিক তখনই বেড়ালের অন্য থাবাও গেল হড়কে। সটান নিচে এসে পড়ল সে।‌

ভাগ্য নেহাতই ভাল বেড়ালটির। পড়ল ঠিক এসে জাতীয় পতাকার মধ্যে। তারপর একটা বাউন্স খেয়ে পাশেই দর্শকদের মধ্যে আছড়ে পড়ল সে।

তাকে দ্রুত তুলে নিলেন এক দর্শক। তুলে দেখালেন ভাল আছে বেড়ালটি। দর্শকরা সকলেই আনন্দে হৈহৈ করে উঠলেন। হাঁফ ছাড়লেন সকলে।

মাঠে ততক্ষণে খেলা কিছুটা গড়িয়ে গেছে। পরে ওই বেড়ালটিকে নিয় যান সুরক্ষাকর্মীরা। বেড়ালটিকে পরীক্ষাও করা হয়। তার এতটুকুও চোট লাগেনি কোথাও। ঘটনাটি ঘটেছে আমেরিকার মায়ামিতে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *