SciTech

আকাশে এক আশ্চর্য ‘অগ্নিগোলক’?

মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানির আকাশে অন্তত চারখানা পৃথক আগুনের গোলার দেখা মিলল। আমেরিকার অ্যারিজোনার ফ্ল্যাগস্টাফের লাওয়েল পর্যবেক্ষণ কেন্দ্রের ক্যামেরায় রাত সাড়ে ৮টায় আগুনের গোলার প্রথম দেখা মেলে। তারপরেই রাত ৮টা বেজে ৪০ মিনিটে ফের দক্ষিণ ওহিওতে দেখা মেলে এই রহস্যময় গোলার। জার্মানি সহ সুইৎজারল্যান্ড ও ইতালিও প্রত্যক্ষ করেছে এই অগ্নিগোলককে। জার্মানির এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের মুখপাত্র ক্রিস্টিয়ান হপ্পে সংবাদমাধ্যমকে জানান, তাঁরা নিশ্চিতভাবে বলতে পারেন এটি কোনও উড়োজাহাজ নয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষায় প্রথমে এটি একটি সাদা আলো ছিল। ক্রমশ এর উজ্জ্বলতা বাড়তে থাকে এবং এটি নীলচে সবুজ রঙ ধারণ করে। তার খানিক সময় পর এটি অদৃশ্য হয়ে যায়। তবে আমেরিকা ও জার্মানির পুলিশ সূত্রে এই ঘটনার কারণে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খতিয়ান বলছে, গোটা বিশ্বে মোট ১১৫০ জন এই রহস্যময় গোলার সাক্ষী হয়েছেন। কিন্তু কী এই অগ্নি গোলক? না, তা এখনও কারও কাছে পরিস্কার নয়।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *