World

৫০ বছরের রেকর্ড ভেঙে আগুনে গরমে জ্বলছে হাজার হ্রদের দেশ

গত ৫০ বছরেরও বেশি সময়ে এমন গরম দেখেনি এই দেশ। তাও আবার টানা চলছে গরমের পর্ব। গরম কমার নাম নিচ্ছে না।

Published by
News Desk

সব দেশে সমান গরম পড়েনা। যেখানে যেমন গরম পড়ে তার সঙ্গে সেখানকার মানুষ অভ্যস্ত। কিন্তু যদি সেই গরম তার চেয়ে অনেক বেশি হয়ে যায় তখন তাঁদের খুব বড় সমস্যায় পড়তে হয়। গত কয়েক বছরে যেমন ইউরোপের সিংহভাগই অতিরিক্ত গরমে পুড়ছে।

মানুষের জীবন কাড়ছে গরম। এখানেই হাজার হ্রদের দেশে শেষবার ১৯৭২ সালে টানা ১৩ দিন ধরে পারদ ৩০ ডিগ্রির ওপর ছিল। এবার সেই রেকর্ড ভেঙে ৩০ ডিগ্রির ওপর পারদ থাকা ১৩ দিন পার করে গেল অচিরেই।

৩০ ডিগ্রি দেখে মনে হতেই পারে যে কলকাতা বা দেশের অন্য অংশে ৩০ ডিগ্রি গরমকালে তো ভাল আবহাওয়া। কিন্তু ফিনল্যান্ডের মত দেশে ৩০ ডিগ্রির ওপর পারদ থাকাটা লাগামছাড়া গরম।

যা সহ্য করাই মুশকিল অন্য দেশগুলির জন্য। ফিনল্যান্ডের আবহাওয়া দফতরও এই টানা ৩০ ডিগ্রির ওপর পারদ থাকার বিষয়টি তুলে ধরেছে। তা নিয়ে যে আবহাওয়া দফতরও উদ্বিগ্ন তা পরিস্কার।

ফিনল্যান্ডে প্রাত্যহিক পারদ কি হচ্ছে তার সারাবছরের রেকর্ড রাখা শুরুই হয়েছে ১৯৬১ সাল থেকে। তারপর ২০২৫ সালে এখন যে লাগাতার সময় ধরে ৩০ ডিগ্রির ওপর গরম চলছে সেটাই সর্বোচ্চ।

এমন টানা গরমের সঙ্গে একেবারেই পরিচিত নয় ইউরোপের এই নর্ডিক দেশ। এদিকে ইউরোপ জুড়ে পারদের চরম অবস্থা রয়েই চলেছে।

Share
Published by
News Desk