Lifestyle

এখানে গিয়ে পা থেকে জুতো খুলে ছোঁড়ার মজাই আলাদা

শুনে একটু অন্যরকম ঠেকতে পারে। তবে এটা নিছকই একটা মজা। এখানে গেলে আশপাশ দেখে যে কারও মনে হবে পা থেকে জুতো খুলে ছুঁড়ি।

Published by
News Desk

জুতো পায়ে থাকে। তা পা-কে রক্ষা করে। পা ভাল থাকে জুতো পরলে। এসব কথা সকলের জানা। তবে পা থেকে জুতো খুলে মজা করেও যে ছোঁড়া যায় তা কল্পনা করা কঠিন।‌

পা থেকে জুতো খুলে এ দেশে ছোঁড়া মানে তা অত্যন্ত অসম্মানজনক। কেউই তা ভাল চোখে নেবেন না। কিন্তু এমনও এক দেশ রয়েছে যেখানে গেলে পা থেকে জুতো খুলে তা ছুঁড়ে দিলে কেউ তো কিছু মনে করবনেই না, বরং খুশিই হবেন।

ফিনল্যান্ড এমনিতে সাতপাঁচে বড় একটা না থাকা দেশ। বিশ্বের অন্যতম সুখী মানুষের বাস সেখানে। মানুষজনও শান্ত ভাবে শান্তিতে দিন কাটাতে পছন্দ করেন।

কিন্তু সব দেশেরই নিজস্বতা লুকিয়ে থাকে তার কিছু প্রচলিত নিয়মে, প্রথায়। ফিনল্যান্ডে কিন্তু জুতো ছোঁড়া একটা মজা। পা থেকে জুতো খুলে ছোঁড়ার রেওয়াজ সেখানে আজকের নয়। বহু প্রাচীন সময় থেকেই এই রেওয়াজ চলে আসছে।

কেন এমন রেওয়াজ তা পরিস্কার নয়। তবে মজাটাই আসল কথা। ৯০-এর দশক থেকে এই জুতো ছোঁড়া রীতিমত প্রতিযোগিতার রূপ পেয়েছে সেখানে। তা রীতিমত আয়োজন করা হয়।

যেখানে মানুষ নিজের পায়ের জুতো খুলে ছুঁড়ে পুরস্কারও জিততে পারেন। ফিনল্যান্ডের এই জুতো ছোঁড়ার মজার রেওয়াজ কিন্তু গোটা বিশ্বের কাছেই একটি মজাদার বিষয়। যা নিয়ে বিভিন্ন সময় চর্চাও হয়েছে।

Share
Published by
News Desk