World

মধুচন্দ্রিমার দেশে প্রবল কম্পন, মাত্রা ৮.২

Published by
News Desk

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরীয় রাষ্ট্র ফিজি। কম্পনের মাত্রা ছিল ৮.২। যা প্রবল ভূমিকম্প হিসাবেই গণ্য হয়। কম্পনের কেন্দ্র ছিল ফিজি থেকে ২০০ মাইল দূরে প্রশান্ত মহাসাগরের ৫৬০ কিলোমিটার গভীরে। তার জেরে ফিজি ও টোঙ্গা দ্বীপ সবচেয়ে বেশি প্রভাবিত হয়। এছাড়াও আশপাশের অনেক দ্বীপই কেঁপে ওঠে। তবে সেখানে কম্পনের মাত্রা এত বেশি ছিল না।

ফিজিতে স্থানীয় সময় রবিবার বেলার দিকে কম্পন অনুভূত হয়। কম্পনের পর বিশাল না হলেও ঢেউ বড় হয়েছে। সুনামির মত ভয়ংকর না হলেও ঢেউগুলির উচ্চতা ছিল যথেষ্ট। সুনামি সতর্কতাও জারি করা হয়।

ফিজি প্রশান্ত মহাসাগরের ওপর একটি রাষ্ট্র। ৩০০-র ওপর ছোট ছোট দ্বীপ নিয়ে তৈরি একটি দ্বীপপুঞ্জ নিয়ে ফিজি তৈরি হয়েছে। ছবির মত জায়গা, চোখ জুড়নো সমুদ্র সৈকত, স্বচ্ছ লেগুন এবং রঙিন প্রবাল প্রাচীরের জন্য বিখ্যাত এই দেশের কয়েকটি দ্বীপেই মূলত মানুষজনের বাস। পর্যটকদের ভিড় এখানে সারা বছরই লেগে থাকে।

বহু মানুষ বিয়ের পর মধুচন্দ্রিমা করতে ফিজিকেই বেছে নেন। এখানেই এদিন কম্পনের জেরে আতঙ্ক ছড়ায়। বহু মানুষ বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন। তবে এখনও বড় ধরণের কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

Share
Published by
News Desk
Tags: FijiTonga

Recent Posts