Business
মার্কেটপ্লেস ই-কমার্সে ১০০% এফডিআই
বহুবিপনী ই-কমার্সে ১০০ শতাংশ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআইতে ছাড়পত্র দিল কেন্দ্র। ফলে ইবে, ফ্লিপকার্ট, অ্যামাজনের মত তাবড় ওয়েব মার্কেটপ্লেসের মাধ্যমে জিনিসপত্র বেচায় বিদেশি পুঁজি নির্দিধায় ভারতে প্রবেশের রাস্তা খুলে গেল। কার্যত ভারতে বিদেশি পুঁজির লগ্নি সম্ভাবনা বাড়াতেই এই উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। তবে বিজনেস টু বিজনেস মডেলে ই-কমার্স ব্যবসার ক্ষেত্রে আগেই ১০০ শতাংশ এফডিআইয়ে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। রিটেল ই-কমার্সের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের সরকারি নীতি স্পষ্ট না হাওয়ায় অনেকদিন ধরেই বিতর্ক চলছিল। এদিন তাই একটি সুস্পষ্ট নীতি সামনে আনল কেন্দ্র।