Lifestyle

চোখের পলকে রামধনুর ছোঁয়া, আছে মাছি, মাকড়সার পা

পোশাকের রঙের দুনিয়ায় নতুন শরিক হয়ে এবার ঢুকে পড়ল অমূল্য ২ চোখ। সেই চোখের নতুন অলংকার ‘আই ল্যাশ’। কোনওটা নীল, কোনওটা সোনালি সবুজ অথবা গোলাপি।

Published by
News Desk

মনের আয়না চোখ। দুই নয়নের ভাষা হদিশ দেয় মনের ঠিকানার। সাদা-কালো বা রঙিন অনুভূতি ফুটে ওঠে মায়াবী চোখের ইশারায়। সেই ইঙ্গিত বর্ণময় করে তুলতে অনেকেরই মন চায় বৈকি। তাঁদের জন্য সুখবর।

পোশাকের রঙের দুনিয়ায় নতুন শরিক হয়ে এবার ঢুকে পড়ল অমূল্য ২ চোখ। সেই চোখের নতুন অলংকার ‘আই ল্যাশ’ বা পলক।

বাজার চলতি রঙিন আই লাইনার, আই শ্যাডো বা কাজলের কথা এতদিন শুনে এসেছেন সকলে। একটু ‘হঠকে লুক’ পেতে অনেকেই সেই রঙিন রূপসজ্জার ডালিতে সাজিয়েওছেন নিজেকে। বাকি ছিল চোখের পলক। এবার তাতেও লাগল রেশমঘন রঙের ছোঁয়া।

যার কোনওটার রং সমুদ্র নীল, কোনওটা সোনালি ঘেঁষা সবুজ অথবা গোলাপি। রূপসজ্জার সামগ্রির দোকানের বিক্রেতাদের কাছে সেই কৃত্রিম পলকের আদুরে নাম ‘টিনসেল আইল্যাশ’।

পার্টি বা ফেস্টিভ মুডে এই আইল্যাশ ফ্যাশনে আগুন ধরিয়ে দিতে যথেষ্ট। এর সঙ্গে বাজারে রামধনু রঙের পলকের কাটতিও বেশ ভালো।

ভাববেন না এখানেই শেষ হয়ে গেছে আই ল্যাশের চমক। যাঁরা একেবারে অন্য মেজাজে নিজেকে মেলে ধরতে চান, তাঁদের জন্য আছে আই ল্যাশের বিচিত্র সম্ভার। যা ফ্যাশন সচেতন কিশোরী, তরুণী বা যুবতীদের মাথা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।

পাখির পালক, ফুলের পাপড়ি, মাছি বা মাকড়সার পা, হিরে, এলইডি আলোর ঝলকানি। যা চাইবেন, যেমনটা চাইবেন, সবই মিলবে আই ল্যাশের সাজঘরে।

নতুন সাজে নিজেকে আরও মোহময়ী করে তোলার নয়া রূপটান এই রঙিন পলক কিন্তু ইতিমধ্যেই বাজারে শোরগোল ফেলে দিয়েছে!

Share
Published by
News Desk
Tags: Lifestyle