Lifestyle

সুন্দরী নারীকে জীবনে পেতে সবচেয়ে মোটা হওয়াই যখন শর্ত

সবচেয়ে মোটা যুবকই পাবেন তাঁদের সমাজের সবচেয়ে সুন্দরী নারীকে। এটাই চ্যালেঞ্জ যে তাঁকে সবার চেয়ে বেশি মোটা হতে হবে।

Published by
News Desk

বিবাহযোগ্য যুবকরা সুন্দরী তরুণীকে বিয়ে করতেই সবচেয়ে বেশি পছন্দ করেন। সুন্দরী স্ত্রী চাওয়া বিশ্বের সব প্রান্তের মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। এ জনজাতিতে কিন্তু সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করতে হলে যুবককে সবচেয়ে মোটা হয়ে দেখাতে হয়।

তার জন্য তিনি সময় পান মাত্র ৬ মাস। আর এই ৬ মাসে তিনি মোটা হওয়ার জন্য প্রয়োজনীয় সব ধরনের খাবার খেতে থাকেন। ১ জনই এমনভাবে মোটা হওয়ার লড়াই চালান না। এ জনজাতির অনেকেই এই মোটা হওয়ার লড়াইয়ে শামিল হন।

বিশ্বজুড়ে যেখানে মোটা হওয়া এড়াতে মানুষ বিপুল অর্থ ব্যয়, কঠোর নিয়ম পালন, যোগ চর্চা, ব্যায়াম, সাঁতার, জিম, খাবারে নিয়ন্ত্রণ এবং এমন নানা উপায় অবলম্বন করে চলেছেন, সেখানে ইথিওপিয়ার বোদি জনজাতিতে ঠিক উলটপুরাণ চলে।

বোদি জনজাতির মানুষজন জুন জুলাই মাসে একটি উৎসবে শামিল হন। তার ৬ মাস আগে থেকে বিভিন্ন পরিবার থেকে পরিবারের কোন যুবক মোটা হওয়ার লড়াইয়ে শামিল হবেন তা জানিয়ে দেওয়া হয়। তারপর শুরু হয় মোটা হওয়ার লড়াই।

অবশেষে উৎসবের দিন কে সবচেয়ে বেশি মোটা হতে পারলেন তা খতিয়ে দেখা হয়। যিনি সবচেয়ে বেশি মোটা হন তিনি কোনও পুরস্কার পান না।

তবে তাঁকে সে বছরের জন্য বোদি জনজাতির হিরো বলে মেনে নেওয়া হয়। তিনি জীবনে পান ওই সমাজের সবচেয়ে সুন্দরী নারীকে।

Share
Published by
News Desk