৫০ কিলোমিটার হেঁটে শোলের সেটে পৌঁছেছিলেন ধর্মেন্দ্র, কি হয়েছিল জানালেন হেমা ও রমেশ সিপ্পি
শোলে সিনেমার অন্যতম মুখ্য চরিত্রে ধর্মেন্দ্র-র অভিনয় সকলের নজর কেড়েছিল। সেই শোলের সেটে একদিন ৫০ কিলোমিটার হেঁটে হাজির হয়েছিলেন তিনি।
ধর্মেন্দ্র নেই। তবে বলিউডে তিনি একটা যুগ। এক অবিস্মরণীয় অধ্যায়। কালজয়ী সিনেমা শোলে-র পরিচালক রমেশ সিপ্পি এবং অভিনেত্রী হেমা মালিনী একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সেই শোলের শ্যুটিংয়ের কথা ভাগ করে নেন। রমেশ সিপ্পি ও হেমা মালিনী সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে জানান এক অজানা কাহিনি।
রমেশ জানান সেদিন হঠাৎই ধর্মেন্দ্রর ইচ্ছা হয় তিনি হোটেল থেকে হেঁটে শোলের সেটে পৌঁছবেন। হেমা এক্ষেত্রে জানিয়ে দেন ধর্মেন্দ্র হাঁটতে ভালবাসতেন। তা বলে ৫০ কিলোমিটার পথ! কারণ হোটেল থেকে সেটের দূরত্ব ৫০ কিলোমিটারের মত ছিল।
ধর্মেন্দ্র রাত ২টো নাগাদ হাঁটতে শুরু করেন হোটেল থেকে বেরিয়ে। তারপর হাঁটতে থাকেন। মাঝে মাঝে একটু দাঁড়িয়ে নেন। তারপর ফের হাঁটা। এভাবে প্রায় ৪ ঘণ্টা পর অবশেষে তিনি শোলের সেটে এসে পৌঁছন।
৫০ কিলোমিটার হেঁটে আসা মুখের কথা নয়! হাঁপিয়ে গিয়ে ধর্মেন্দ্র ১ ঘণ্টার জন্য বিশ্রাম নেন। তারপরই হাজির হন সেটে। অভিনয় করতে তৈরি তিনি। তাঁকে দেখে বোঝার উপায় ছিলনা যে তাঁর শরীরে এতটুকু ক্লান্তি কাজ করছে।
রমেশ সিপ্পি আরও বলেন, ধর্মেন্দ্র মাঝে মাঝে মজা করে ডাবের জলের মধ্যে ভদকা মিশিয়ে নিতেন। সিপ্পি জানান, ধর্মেন্দ্রর মধ্যে একটা শিশু বাস করত। যে মাঝে মাঝেই বেরিয়ে আসত।
এই শিশুর মত আচরণ করছেন তো আবার সিরিয়াস হয়ে যাচ্ছেন। রেগে গেলেও মুহুর্তে শান্ত হয়েও যেতেন ধর্মেন্দ্র। রমেশ সিপ্পি জানান, ধর্মেন্দ্রর এই স্বভাবের জন্য তাঁকে সবাই পছন্দ করতেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













