Entertainment

মুকেশ আম্বানির মেয়ের এনগেজমেন্ট পার্টিতে নাচগান আর তারকার হাট

শুধু বলিউড নয়, বিয়ের ফুল ফুটেছে দেশের ধনকুবের শিল্পপতির ঘরেও। চলতি বছরের ডিসেম্বরে মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছেলে আকাশ আম্বানির ছাদনাতলায় বসার কথা। পাত্রী তাঁর স্কুল জীবনের বান্ধবী, বিশ্বের অন্যতম বৃহত্তম হিরে সংস্থা রোজি ব্লু ডায়মন্ডসের কর্ণধার রাসেল মেহতার মেয়ে শ্লোক মেহতা। মুকেশ ও নীতার একমাত্র মেয়ে ইশা। আকাশ ও ইশা যমজ হওয়ায় একই মাসে তাঁদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার। মুকেশ আম্বানির হবু জামাই হলেন আনন্দ পিরামল। দেশের আরেক ‘বিজনেস টাইকুন’ অজয় পিরামলের ছেলে। কিছুদিন আগে নাকি মহারাষ্ট্রের মহাবালেশ্বর মন্দিরে দীর্ঘদিনের বান্ধবী ইশাকে বিয়ের প্রস্তাব দেন পিরামল গোষ্ঠীর এক্সিকিউটিভ ডিরেক্টর আনন্দ। এরপরেই ২ পরিবারের তরফ থেকে শুরু হয়ে যায় বিয়ের তোড়জোড়।

বিয়ের আগে গত সোমবার ইশা-আনন্দের এনগেজমেন্ট অনুষ্ঠানের আসর বসে মুম্বইয়ের বিলাসবহুল বহুতল ‘অ্যানটিলা’-তে। মুকেশ আম্বানির মেয়ের আংটি বদল অনুষ্ঠান বলে কথা। চাঁদের হাট ধনকুবেরের বাংলোতে নামবেনা তাও কি হয়! তাই সন্ধে নামতেই একে একে পার্টিতে হাজির হন শাহরুখ খান, আমির খান, রণবীর কাপুর, করণ জোহর সহ একঝাঁক তারকা। ইশাকে শুভেচ্ছা জানতে এসে পৌঁছান শচীন তেন্ডুলকর। মনের মানুষের সঙ্গে ইশার আংটি বিনিময় হয়ে যাওয়ার পরেই শুরু হয় মূল আনন্দানুষ্ঠান। মেয়ের বিয়ের আনন্দে প্রয়াত শ্রীদেবীর ছবি ‘ইংলিশ ভিংলিশ’-এর ‘নবরাই মাঝি’ গানের তালে কোমর দুলিয়ে তাক লাগিয়ে দেন নীতা আম্বানি। মাকে যোগ্য সঙ্গত দেন হবু কনে ইশাও। ক্যাটরিনা কাইফ অভিনীত ‘বার বার দেখো’ ছবির ‘নাচদে নে সারে’ গানের সঙ্গে পা দুলিয়ে অনুষ্ঠানের মেজাজ জমিয়ে তোলেন তিনিও। মুকেশ আম্বানির মেয়ের এনগেজমেন্ট পার্টির সেইসব সুন্দর মুহুর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়ে যায়।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button