World

মারা গেলেন বিশ্বের সবচেয়ে ভারী মানুষ

মারা গেলেন বিশ্বের সবচেয়ে ভারী মানুষ হিসাবে পরিচিত ইমান আহমেদ। আবু ধাবির হাসপাতালে সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়। চলতি বছরেই ওজন কমাতে ভারতে আসেন তিনি। মুম্বইয়ের সাইফি হাসপাতালে বেরিয়াট্রিক সার্জারি হয় তাঁর। চিকিৎসক ছিলেন মুফাজল লাখদাওয়ালা।

৩২৪ কেজি ওজন কমানোও হয় এই মিশরীয় তরুণীর। কিন্তু তারপরই ইমানের পরিবার ও চিকিৎসকদের মধ্যে ঝগড়া হয়। ‌যারফলে সেই অবস্থায় গত ৪ মে ইমান আহমেদের পরিবার তাঁকে নিয়ে আবু ধাবি চলে যায়। সেখানে বুরজিল হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। এদিন সেখানে মারা যান তিনি। হৃদরোগ ও কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

একসময়ে ৫০০ কেজি ওজন ছিল ইমানের। ছোটবেলা থেকে থাইরয়েড সমস্যার কারণেই এই পরিস্থিতি বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। ওজন কমাতে ভারতে নিয়ে আসা হয় তাঁকে। বিশেষ বিমানে আনতে হয় ৩৭ বছরের ইমানকে। ওজনও কমে। কিন্তু শেষ রক্ষা হলনা। আবু ধাবির হাসপাতালে তাঁর অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। এদিন ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বের সবচেয়ে ভারী মানুষ হিসাবে পরিচিত ইমান।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *