National

তামিলনাড়ুর ২ কেন্দ্রে নতুন করে ভোট

Election Commission of Indiaতামিলনাড়ুর ২টি কেন্দ্রে আবার নির্বাচন করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এজন্য নতুন করে বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। নতুন করে মনোনয়নপত্র পেশ করতে হবে প্রার্থীদের। নতুন করে হবে নির্বাচন। ভারতের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। তামিলনাড়ুর আরাকুরিচি ও তাঞ্জাভুর কেন্দ্রে এর আগেও দুবার ভোট পিছিয়ে দিয়েছিল কমিশন। গত ১৬ মে ছিল তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে থেকেই এই ২ কেন্দ্রে অর্থ দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ সামনে আসছিল। সব দলের পক্ষ থেকেই ভোটারদের টাকা ও উপহার দেওয়া হচ্ছিল বলে জানান নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরাও। ফলে এখানে ভোট পিছিয়ে প্রথমে ২৩ মে করে কমিশন। কিন্তু টাকা বিলি বন্ধ না হাওয়ায় ফের তা পিছিয়ে ১৩ জুন করা হয়েছিল। কিন্তু কমিশনের পর্যবেক্ষকদের থেকে পাওয়া রিপোর্টকে মাথায় রেখে এখানে পুরনো মনোনয়ন অনুযায়ী প্রার্থী তালিকা পর্যন্ত বাতিল করে দিল কমিশন। এদিকে ইতিমধ্যেই তামিলনাড়ুতে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে এআইএডিএমকে। জয়ললিতা মুখ্যমন্ত্রী হিসাবে কাজও শুরু করে দিয়েছেন। এই অবস্থায় ফের ভোট শুধু তামিলনাড়ু নয় দেশেও এক নয়া ইতিহাসের জন্ম দিল।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button