National

পরাজিত বৃদ্ধ সম্রাট, সাইকেল অখিলেশের

সাইকেলের হ্যান্ডেল আঁকড়ে বাপ-ছেলের টাগ অব ওয়ারে শেষমেশ জয় ছিনিয়ে নিলেন ছেলেই। উত্তরপ্রদেশের যাদবযুদ্ধে রুদ্ধশ্বাস টানাপড়েনের পর সাইকেল গেল অখিলেশের ঝুলিতে। সপা সুপ্রিমো মুলায়ম সিং যাদবের সঙ্গে ছেলে অখিলেশের খটাখটি সম্মুখসমরের আকার নেয় শেষ একমাসে। দুই শিবিরই একে অপরের দিকে চেয়ে কোমর কষছিল। তবে ধারে, ভারে, দলের ভিতর জনপ্রিয়তায় অনেকটাই এগিয়ে ছিলেন অখিলেশ। সেই কথাই হলফনামায় নির্বাচন কমিশনকে জানিয়ে দলের প্রতীক সাইকেলের দাবিদার হয়েছিলেন তিনি। অন্যদিকে সপা-র জন্মদাতা বাবা মুলায়ম গুটিকয়েক অনুরাগীকে সঙ্গে করে বিশ্বাস করতে পারছিলেন না, তাঁর দোর্দণ্ডপ্রতাপের জামানা শেষ। দলে এখন নয়া দৌড়ের বোলবোলাও। কিন্তু ভাঙবেন তবু মচকাবেন না মুলায়ম। প্রতিপক্ষ ছেলে হলেও নয়। তাই তিনিও হলফনামা দাখিল করেন। দাবি করেন দলের সভাপতি তিনি। তাই চিহ্ন তাঁর প্রাপ্য। নির্বাচন কমিশনও যে ফাঁপরে পড়ে তা তাদের সময় নেওয়া থেকেই স্পষ্ট। অবশেষে কমিশন সিদ্ধান্তে পৌঁছল সোমবার। জানিয়ে দিল, অখিলেশ যে দলটিকে নেতৃত্ব দিচ্ছেন সেটাই প্রকৃত সমাজবাদী পার্টি। ফলে দলের প্রতীক সাইকেলের ওপর অধিকার তাঁর। এদিকে নির্বাচন কমিশনের ঘোষণার পরই উচ্ছ্বাসিত অখিলেশ হাজির হন বাবার সঙ্গে দেখা করতে। বাবার কাছে আশীর্বাদ নিতেই তাঁর মুলায়মের কাছে যাওয়া বলে জানায় অখিলেশ শিবির।

 


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *