National

সেপ্টেম্বরের পর লোকসভা-বিধানসভা নির্বাচন একসঙ্গে করতে প্রস্তুত : নির্বাচন কমিশন

আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে পরিকাঠামোগতভাবে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে করতে প্রস্তুত নির্বাচন কমিশন। এদিন একথা জানান নির্বাচন কমিশনার ওপি রাওয়াত। এটা যে কেন্দ্রের প্রস্তাব তাও মেনে নেন রাওয়াত। বলেন, এরপর এ বিষয়ে কেন্দ্রকে আইন পাশ করাতে হবে। দুটি নির্বাচন একসঙ্গে করার রীতি নতুন নয়। ১৯৬৭ সাল থেকেই এমন দেখা গেছে। দুটি নির্বাচন একসঙ্গে হলে কোটি কোটি টাকারও সাশ্রয় হবে। মানব সম্পদেরও ক্ষমতার সঠিক ব্যবহার হবে। এসব জানিয়ে বেশ কিছুদিন ধরেই সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে করা নিয়ে সওয়ালও করছিলেন তিনি।

এদিকে কেন্দ্র কমিশনের কাছে জানতে চেয়েছিল দুটি নির্বাচন একসঙ্গে করতে তাদের কি প্রয়োজন। সেক্ষেত্রে ইভিএম মেশিন ও ভিভিপিএটি মেশিন কেনার জন্য তাদের টাকা চাই বলে জানিয়েছিল কমিশন। তাও মঞ্জুর হয়েছে। ইতিমধ্যেই ইভিএম মেশিন কেনার জন্য ১২ হাজার কোটি টাকা ও ভিভিপিএটি মেশিন কেনার জন্য ৩ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

এদিন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তাঁরা এখনও কমিশনের কাছ থেকে এমন কোনও চিঠি পাননি। পেলে দলের মধ্যে আলোচনা করে, তারপর বাইরে প্রতিক্রিয়া জানাবেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *