National

দিল্লিতে জোড়াল ভূমিকম্প, চলল প্রায় ১ মিনিট

কদিন আগেই কেঁপে উঠেছিল দিল্লি সহ আশপাশের এলাকা। ফের কেঁপে উঠল দিল্লি। শীতের কনকনে অনুভূতির মধ্যেই দিল্লিবাসী সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের উত্তাপ প্রত্যক্ষ করছেন। স্বাভাবিক জনজীবনে তার প্রভাব পড়েছে। তারমধ্যেই নতুন উপদ্রবের মত হাজির ভূমিকম্প। শুক্রবার বিকেলে দিল্লি কেঁপে ওঠে। সাধারণত কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হয়। কিন্তু দিল্লিতে এদিন প্রায় ১ মিনিট ধরে কম্পন অনুভূত হয়।

অনেকে বাড়িতেই ঝুলন্ত আলো, পাখা দুলতে থাকে। অনেকের কম্পনের জেরে মাথা টলে যায়। তখনই সকলে বুঝতে পারেন ভূমিকম্প হচ্ছে। দ্রুত বাড়ি, অফিস, দোকান থেকে বেরিয়ে আসেন খোলায় জায়গায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৩। শক্তিশালী কম্পনের তালিকাতেই এই মাত্রার কম্পন পড়ে। কম্পন জোড়াল হওয়ায় অনেকেই কম্পন বুঝতে পারেন স্পষ্ট। ফলে আতঙ্ক বেশি করে ছড়িয়ে পড়ে। দিল্লি বলেই নয়, আশপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই কম্পন অনুভূত হয়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

যেটুকু জানতে পারা গেছে তাতে কম্পনের কেন্দ্রস্থল হিন্দুকুশ পর্বতের কাছে। মাটি থেকে ২০০ কিলোমিটার নিচে ছিল উৎসস্থল। কম্পনের কেন্দ্রস্থল এমন জায়গায় যে তা শুধু উত্তর ভারত বলেই নয়, পাকিস্তান ও আফগানিস্তানেও প্রভাব ফেলতে বাধ্য। হয়ও সেটাই। পাকিস্তান ও আফগানিস্তানে কম্পন অনুভূতও হয়। অনেক বাড়ি কেঁপেও ওঠে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *