National

রবিবারের অলস বিকেলে ভূমিকম্প

রবিবারের বিকেলে বোধহয় সকলের আলস্যটা একটু বেশিই পেয়ে বসে। বিছানায় গা এলিয়ে গল্প, সিনেমা দেখা বা স্রেফ ঘুম। এমন নানাভাবে অলস দুপুরে বিশ্রাম নেন সকলে। এদিনও তার অন্যথা হয়নি। দিল্লি শহরটা রবিবাসরীয় বিকেলে তখন বাড়িতে। এমন সময়ে অনুভূত হল কম্পন। বিশ্রাম মাথায় উঠল। পেয়ে বসল আতঙ্ক। অনেকেই সময় নষ্ট না করে বেরিয়ে আসেন বাড়ি ছেড়ে। পরিবার নিয়ে খোলা জায়গায় চলে আসেন অনেকে।

রবিবার বিকেল ৩টে ৩৭ নাগাদ দিল্লি সহ উত্তরভারতের বেশ কিছু জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ফলে তা যে ভয়ংকর কম্পন ছিল তা নয়। খাতায় কলমে মৃদু কম্পন। কিন্তু তাতেই ঘুম উড়ে গেছে দিল্লি, গুরগাঁও, গাজিয়াবাদ সহ হরিয়ানার বিভিন্ন অংশের। কম্পনের কেন্দ্রস্থল ছিল হরিয়ানার সোনপত। সোশ্যাল সাইটে হাওয়ার বেগে ছড়িয়ে পড়ে কম্পনের কথা। অনেকেই জানতে চান সকলে সুরক্ষিত কিনা? তবে এখনও পর্যন্ত যা খবর তাতে কম্পনের জেরে আতঙ্ক ছড়ালেও হতাহতের খবর নেই। কোনও সম্পত্তি নষ্টের খবরও মেলেনি।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button