SciTech

চাঁদের কেরামতি, ২৪ নয়, ভবিষ্যতে ১ দিন হবে ২৫ ঘণ্টায়, বলছেন বিজ্ঞানীরা

পৃথিবীতে এখন ২৪ ঘণ্টায় ১ দিন। তবে আগামী পৃথিবীতে ১ দিন হবে ২৫ ঘণ্টায়। কতদিন পর ২৪ ঘণ্টা বদলে ২৫ ঘণ্টায় ১ দিন হবে, আন্দাজ পাওয়া গেল।

পৃথিবীতে এখন ২৪ ঘণ্টায় ১ দিন ধরে চলছে ঘড়ি। ছুটছে ক্যালেন্ডার। পুরো পৃথিবীটাই এই ঘড়ির অঙ্কে বাঁধা। কিন্তু বিজ্ঞানীরা জানাচ্ছেন পৃথিবীতে এমন সময় আসতে চলেছে যখন আর ২৪ ঘণ্টায় ১ দিন থাকবেনা। ১ দিন হতে ২৫ ঘণ্টা লেগে যাবে। অর্থাৎ ২৫ ঘণ্টায় ১ দিন হবে। বদলে যাবে সবকিছু।

পৃথিবী ঘুরছে। পৃথিবীর সেই ঘুরতে থাকার গতি কমছে। সেটার কারণেই ১ দিন শেষ হতে বেশি সময় লাগবে। কারণ পৃথিবী নিজে একবার ঘুরতে ২৫ ঘণ্টা নিয়ে নেবে। পৃথিবীর এই ঘোরার গতি কমছে অনেকটাই চাঁদের জন্য। চাঁদ পৃথিবী থেকে যত দূরে যাবে ততই পৃথিবীতে জোয়ার ভাটায় হেরফের হবে।

চাঁদের যে মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর ওপর প্রভাব ফেলে, চাঁদ যত দূরে যাবে ততই তা দুর্বল হবে। চাঁদের এই টান কিন্তু পৃথিবীর ঘোরার ওপর প্রভাব ফেলে। তাই যতটাই টান কমবে ততই পৃথিবীর ঘোরা ধীরে হতে থাকবে। এছাড়াও হিমবাহ গলে যাওয়া, হাওয়ার গতি, আবহাওয়ার পরিবর্তন পৃথিবীর ঘোরার ওপর প্রভাব ফেলে। তবে এখনই চিন্তিত হওয়ার সময় আসেনি।

বিজ্ঞানীরা জানাচ্ছেন পৃথিবীর ২৪ ঘণ্টায় ১ দিন বেড়ে ২৫ ঘণ্টায় ১ দিন হতে এখনও ২০ কোটি বছরের মত সময় লাগবে। তাই এখন যেমন চলছে তেমনই চলবে। এখনই কিছু বদলাচ্ছে না।

তবে পৃথিবী যে বিজ্ঞানীদের হিসাবে তার ঘোরার গতি কমাচ্ছে এটা নিশ্চিত। তাই ২০ কোটি বছর দেরি হতে পারে, তবে একদিন আসবে যখন পৃথিবীতে ১ দিন হবে ২৫ ঘণ্টায়। টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিখ-এর গবেষকেরা পৃথিবীর এই ধীর হওয়ার কথা জানিয়েছেন। বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর রীতিমত শোরগোল পড়ে গেছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *