SciTech

আজকের দিনটার বিশেষত্বই আলাদা, বছরে একবারই আসে এমন দিন

বছরে এই দিনটা একবারই আসে। একেবারেই আলাদা একটা দিন। যদি নজর করতে চান তাহলেও এই মহাজাগতিক বিস্ময়টা নিজেই উপলব্ধি করতে পারবেন।

Published by
News Desk

প্রতিবছরই আসে দিনটা। আসে আবার চলেও যায়। হয়তো কারও নজরে পড়েনা। আবার অনেকের পড়েও। কিন্তু বছরে এই একটা দিনই এই ঘটনা ঘটে। যা অবশ্যই এক মহাজাগতিক বিস্ময়। সূর্য ডোবার পালা নজর করলেই এ দিনের বিশেষত্বের জানান মেলে।

বছরের এই দিনেই পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে। আবার এই দূরে অবস্থান দিনের একটা বিশেষ সময়ে সবচেয়ে দূরে হয়ে থাকে।

তাই এই দিনটাই হল বছরের সেই দিন যেদিন উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট হয় দিন। সবচেয়ে বড় হয় রাত। সাধারণত ২১ বা ২২ ডিসেম্বর এই আশ্চর্যটা ঘটে।

এবার ২২ ডিসেম্বর হল সেই দিন যেদিন সূর্যের থেকে সবচেয়ে বেশি দূরে অবস্থান করছে উত্তর গোলার্ধ। এরপর থেকে দিন আস্তে আস্তে ফের বাড়বে। তবে তার আগে এই বিশেষ দিনটা কিন্তু সূর্যের উদয় ও অস্ত সময়কে গুরুত্ব দেয়।

যা থেকে সকলের কাছে পরিস্কার হয়ে যায় দিন কতটা ছোট এবং রাত কতটা বড়। ২২ ডিসেম্বর আদপে দেখা যায় উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন থাকে যা হয় মাত্র ৭ ঘণ্টা ১৪ মিনিটের।

এমন একটা বিস্ময়ের দিনে অনেকেই তাই চেষ্টা করতে পারেন দিন কতটা ছোট তা বোঝার। দিন প্রতিবছরই ফিরে ফিরে আসে। তবে বছরে ওই ১টাই দিন এমন ঘটনা ঘটে।

Share
Published by
News Desk

Recent Posts