Sports

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ডোয়েন ব্রাভো

দেশের হয়ে ১৪ বছরের ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন ডোয়েন ব্রাভো। ২০০৪ সালের জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম মাঠে নামেন ব্রাভো। ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে। তারপর থেকে দেশের হয়ে ৪০টি টেস্ট, ১৬৪টি একদিনের আন্তর্জাতিক ও ৬৬টি টি-২০ ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। ক্যারিবিয়ান ক্রিকেটে তাঁর অবদান অনস্বীকার্য। তবে গত ২ বছরে দেশের হয়ে কোনও ফরম্যাটেই খেলার সুযোগ পাননি ৩৫ বছরের এই ক্রিকেটার। শেষ দেশের হয়ে টেস্ট খেলেন ২০১০ সালে। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে শেষে একদিনের ম্যাচ খেলেন ২০১৪ সালে। আর টি-২০ খেলেন ২ বছর আগে পাকিস্তানের বিরুদ্ধে আবুধাবিতে। সেই শেষ। তারপর থেকে ওয়েস্ট ইন্ডিজ দলে তাঁর জায়গা হয়নি।

তবে কী কিছুটা হতাশা আর অভিমান থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে ইতি টানলেন তিনি? সেকথা পরিস্কার করেননি ব্রাভো। শুধু জানিয়েছেন তিনি খেলা ছাড়ছেন। প্রথম দেশের মেরুন টুপি হাতে পাওয়ার স্মৃতি তাঁর কাছে আজও উজ্জ্বল। খেলা ছাড়ছেন আগামী প্রজন্মের খেলোয়াড়দের জায়গা করে দিতে। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ব্রাভো বিভিন্ন দেশে টি-২০ ফ্রাঞ্চইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *