Lifestyle

৩ বছরে ১ বার ফলন, এ ফলের দাম উঠল ১৪ মিলিয়ন

গাছে সাধারণভাবে ৩ বছরের একবার ফল ধরে। ফলে এই ফলের দাম আকাশচুম্বী। অনেকের কাছে বড়ই প্রিয় এই ফল। ১ বাক্স ফলের দাম ১৪ মিলিয়ন।

বাজারের সাজানো দেখেই বোঝা যায় এ ফল সহজলভ্য নয়। দুর্মূল্যও বটে। তেমনই তার সাজসজ্জা। ফলে বাক্স স্বচ্ছ প্লাস্টিকের। তারওপর রঙিন ফিতে দিয়ে মোড়া। লাগানো থাকে রংবাহারি কৃত্রিম ফুল। দামও তেমন।

এই ১ বাক্স ফলের দাম ১৪ মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়া। ডলারে যা ৯৯৩। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৭০ হাজার ৬৪৬ টাকা। তাহলেই অনুমেয় যে ফলটি কী পরিমাণ দুষ্প্রাপ্য এবং দামি!


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এ ফলের নাম দুরিয়ান ফল। সামনে আনলে কিন্তু অনেকের বমিও উঠে আসতে পারে। এমনই এর গন্ধ। দুর্গন্ধে টেকা দায় হওয়ার জোগাড় হবে। কিন্তু সারা গায়ে কাঁটা যুক্ত এই ফলের ভিতরের শাঁস দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষের কাছে বড়ই প্রিয়।

এই দুরিয়ান ফলের একটি প্রজাতি হল জে-কুইন। যার চাহিদা সবচেয়ে বেশি। এক ইন্দোনেশিয়ান মনোবিজ্ঞানীর দাবি তিনি ২ ধরণের দুরিয়ান ফলের সংকর তৈরি করে একটি ফল তৈরি করেছেন যা অত্যন্ত বিরল।

এমনিতেই দুরিয়ান ফলের গাছে সাধারণভাবে ৩ বছরের একবার ফল ধরে। ফলে এই ফলের দাম আকাশচুম্বী। ইন্দোনেশিয়ার বাজারে এখন সেই দুরিয়ান ফলই বিক্রি হচ্ছে ভারতীয় মুদ্রায় ৭০ হাজার টাকায়।

এমন মনে করার কারণ নেই যে দাম শুনে সকলে পালাচ্ছেন। অনেকেই খরচ করে ফল কিনেও নিয়ে যাচ্ছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *