Durga Pujo

দুর্গাপুজোয় নতুন ধারা, বাঁশ বাঁধা থেকেই বিজ্ঞাপন

দুর্গাপুজোয় শহর মুখ ঢাকে বিজ্ঞাপনে। দুর্গাপুজোর মত লক্ষ মানুষের সমাগমে বিজ্ঞাপন দিতে চায় অনেক সংস্থাই। কিন্তু এবার বাঁশ বাঁধা থেকেই বিজ্ঞাপন নিয়ে এল নতুন ধারা।

দুর্গাপুজো এমন এক উৎসব যেখানে মাত্র কয়েক দিনে লক্ষ লক্ষ মানুষের চোখের সামনে ভেসে থাকার সুযোগ পায় বিভিন্ন সংস্থা। ফলে সে সুযোগ কাজে লাগাতে চায় তারা। এতে সংস্থাগুলি উপকৃত হয় আবার দুর্গাপুজো কমিটিগুলোও বিজ্ঞাপন টাঙিয়ে টাকা পায়।

যা পুজোকে আরও জাঁকজমকপূর্ণ করতে কাজে লাগে। কিন্তু দুর্গাপুজোর সময়ই মানুষের ঢল নামে বিভিন্ন প্যান্ডেলে। প্যান্ডেলগুলি যখন বাঁধা হয় তখন কেউ তা দেখতে আসেন না। কিন্তু এবার বাঁশ বাঁধা থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে বিজ্ঞাপন নজর কাড়ছে।

এবার বাঁশ বাঁধার পর দেখা যাচ্ছে অনেক প্যান্ডেল ত্রিপল ছাড়াও বিশাল বিশাল ফ্লেক্সে চারধার থেকে ঢাকা হয়ে যাচ্ছে। যেখানে অনেক সংস্থার বিজ্ঞাপন নজর কাড়ছে। সেইসব প্যান্ডেলে এগুলি বেশি দেখা যাচ্ছে যেসব প্যান্ডেল বাঁশ বাঁধা থেকেই সহজে লোকচক্ষুর নজরে আসে।

সেখানে বিশাল বিশাল ফ্লেক্সে বিজ্ঞাপন প্যান্ডেলকে ঘিরে রেখেছে। প্যান্ডেলের মধ্যে কাজ চলছে। এসব দিয়ে ঢাকা থাকায় বৃষ্টি হলেও প্যান্ডেলের মধ্যে কাজ করতে অসুবিধা হচ্ছেনা। আবার বিজ্ঞাপনটিও সকলের নজর কেড়ে নিচ্ছে।

এতদিন মহালয়া বা তার কটাদিন আগে থেকে রাস্তায় বিজ্ঞাপন দেখা যেত। এবার পুজোর মাস দুয়েক আগে থেকে প্যান্ডেলের শুরু থেকেই বিজ্ঞাপনে ঢেকে যাচ্ছে প্যান্ডেল।

এবার আরও একধরনের বিজ্ঞাপন নজর কাড়ছে। অডিও-ভিজুয়াল বিজ্ঞাপনও রাস্তার ধারে অনেকটাই বেড়েছে। ফ্লেক্স, ব্যানারকে সরিয়ে এবার এই স্মার্ট বিজ্ঞাপনও শহরে পুজোর সুতোটা ১ মাস আগে থেকেই বেঁধে দিয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *