Kolkata

আজ পঞ্চমী, পুজো শুরুর আগেই মধ্যগগনে পুজো দেখা


আজ পঞ্চমী। রাত পোহালেই শুরু দেবীর বোধন।‌ কিন্তু পুজো শুরুর আগেই শহর কলকাতায় ঠাকুর দেখার পালা মধ্যগগনে। তিতলি অতীত। রবিবার সকাল থেকেই ঝলমলে শরতের আকাশ। সাদা পেঁজা মেঘের দেখাও মিলেছে। রোদে সোনালি স্পর্শ। গরমও তেমন একটা নেই। বরং হাওয়ায় একটা টান এসে পড়েছে। এমন এক সুন্দর আবহাওয়া পেয়ে গত ২ দিনের দুঃখ ভুলে শহর মেতেছে শারদ আনন্দে। বৃষ্টি থেমেছে, এতে খুশি যেন দ্বিগুণ হয়ে গেছে সকলের।


রবিবার সকাল থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় বাড়তে শুরু করে। বেলা যত গড়িয়েছে ততই ভিড় বেড়েছে। শহরের অনেক প্যান্ডেলে সকালেই এমন ভিড় যে লাইন দিয়ে ঢুকতে হয়েছে। মিডিয়ার দৌলতে এখন কোথায় কী হল তা আগেই ভাল করে জেনে যাচ্ছেন সকলে। সেইমত স্থির করে নিচ্ছেন কী হবে তাঁদের রুট ম্যাপ। তারপর কেউ পরিবার নিয়ে তো কেউ বন্ধুদের সঙ্গে, কেউ আবার ভিড়ের মাঝেও একান্তে বেরিয়ে বেরিয়ে পড়ছেন মনের মানুষের হাত ধরে। সবমিলিয়ে পঞ্চমীতে শহর কলকাতা ভাসছে পুজোর আনন্দে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *