Kolkata

লক্ষ্য বায়না, পুজোর মুখে ঢাকিরা হাজির কলকাতায়

পুজো এসেই গেল। মহালয়ার পর থেকেই শিয়ালদহ চত্বরে ঢাকিদের আনাগোনা শুরু হয়। পাওয়া যায় ঢাকের বাদ্যির শব্দ। প্রতিবারের মতো এবারও ঢাকিরা ভিড় জমিয়েছেন শিয়ালদহ চত্বরে। লক্ষ্য বায়না। মাঝে মাঝে ঢাক বাজিয়ে জানান দিচ্ছেন তাঁদের উপস্থিতি।

মহালয়ার পরেই গ্রামগঞ্জ থেকে ঢাকিরা চলে আসেন কলকাতায়। শিয়ালদহ স্টেশন চত্বরে তাঁদের দেখা মেলে। বায়না না হওয়া পর্যন্ত তাঁরা থাকেন এখানে। রাত কাটান প্ল্যাটফর্মে। এবারও তার কোনও ব্যতিক্রম নেই। ন্যুনতম ৮০০০ বা ৯০০০ টাকা থেকে বায়না শুরু হয়। নিজেদের এলাকায় তাঁরা এত টাকা পান না। তাই রুজিরুটির টানে এখানে আসা। তবে বাড়ির পুজোয় বায়না হলে বেশি লাভ হয় না। কিন্তু প্যান্ডেলের পুজোয় বায়না হলে ভালোই লাভ। এমনই দাবি ঢাকিদের।

যাঁরা এভাবে পুজোর আগে কিছু রোজগারের আশায় শহরে হাজির হন ঢাক বাজানো তাঁদের পারিবারিক পেশা। তাই প্রতিবার দেবীপক্ষের সূচনাতেই তাঁরা শহরে চলে আসেন। যা টাকা আয় হয় তাতে পরিবারের মুখে হাসি ফোটে বলেই দাবি এই ঢাকিদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button